ট্রাকে ওভারলোড বন্ধের দাবিতে সিঙ্গুরের (Singur) রতনপুরে ট্রাক ওনারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (Truck Owners Welfare Association) পক্ষ থেকে হুগলির পরিবহন আধিকারিককে ঘিরে বিক্ষোভ। মঙ্গলবার সকাল থেকে পনেরো দিনের জন্য লাগাতার ট্রাকের ওভারলোডের বন্ধের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনের সামিল হয়েছে বিভিন্ন জেলার ট্রাক ওনারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একাংশ ও চালকদের একাংশ। তাদের দাবি অবিলম্বে ট্রাকে ওভারলোড বন্ধ করতে হবে।

এদিন, সকালে এই আন্দোলনের শুরুতেই হুগলিরর পরিবহন আধিকারিক অশোক ঘোষকে ঘিরে এ নিয়ে বিক্ষোভ দেখান ট্রাক ওনারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহ সদস্যদের একাংশ।পরে পরিবহন আধিকারিক অশোক ঘোষ বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, মানুষ সচেতন হলে তবেই ওভারলোডিং বন্ধ করা যাবে
