জুভেন্তাসেই থাকছেন রোনাল্ডো : সূত্র

চলতি মরশুমে জুভেন্তাসেই( Juventus) থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো( cristiano ronaldo)। বিদেশী সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার অবধি জুভেন্টাসের কাছে কোনও ক্লাবের তরফ থেকে সরকারি কোন বিড আসেনি। যার ফলে এই মরশুমেও জুভান্তাসেই থাকছেন সিআরসেভেন।

এদিকে রোনাল্ডোর রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা উঠলেও, রিয়ালের কোচ অ্যানসেলোত্তি টুইট দেখে স্পষ্ট রিয়ালেও যাচ্ছেন তিনি।

মঙ্গলবার রিয়ালের কোচ অ্যানসেলোত্তি লেখেন, “রোনাল্ডো রিয়াল মাদ্রিদের কিংবদন্তি। ওর জন্য আমার ভালবাসা আর সম্মান রয়েছে। কিন্তু আমি কখনই ওকে সই করানোর কথা ভাবিনি। আমরা এগিয়ে যেতে চাই।”

বিদেশী মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, জুভেন্তাসেই থাকছেন সিআরসেভেন। মঙ্গলবার অবধি জুভেন্টাসের কাছে কোনও ক্লাবের তরফ থেকে সরকারি বিড আসেনি। ফলে এতে বোঝা যাচ্ছে এমবাপ্পেকে রাখতে এখন মনস্থির করেছে পিএসজি। এদিকে রোনাল্ডো নিজে ম্যাঞ্চেস্টার সিটিকে ওই ক্লাবের যাওয়ার কথা বললেও, হ্যারি কেনকেই মূল টার্গেট করেছে ম‍্যাঞ্চেস্টার সিটি। ফলে দুই বড় প্রতিদ্বন্দ্বী আপাতত রোনাল্ডোকে নেওয়া থেকে সরেই দাঁড়িয়েছে। ফলে এখন যা খবর তাতে এই মরশুমে জুভেন্তাসেই থাকছেন রোনাল্ডো।

আরও পড়ুন:সংবর্ধনা অনুষ্ঠানের মাঝেই অসুস্থ নীরজ চোপড়া, ভর্তি হাসপাতালে

 

Previous articleঅগ্নিকাণ্ডের স্মৃতি কাটিয়ে ফের খুলল বাগড়ি মার্কেট, খুশি বিক্রেতারা
Next articleতালিবানি আগ্রাসনে লণ্ডভণ্ড আফগানিস্তান যেন রিফিউজি ক্যাম্প