সেপ্টেম্বরে নেপালের( Nepal) বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত( India)। তার আগে কলকাতায় (Kolkata) প্রস্তুতি সারতে ব্যস্ত ইগর স্টিমাচের দল। নেপালের বিরুদ্ধে নামার আগে খেলা দিবসে আইএফএ একাদশের বিরুদ্ধে ১-০ জয় পায় টিম ইন্ডিয়া। তবে নেপালের বিরুদ্ধে নামার আগে সর্তক ভারতীয় কোচ।

এদিন তিনি বলেন,” এই ধরনের প্রস্তুতি ম্যাচ আয়োজন করা খুব কঠিন। কেউ ভারতে আসতে চাইছে না। আমরা খেলতে গেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাই বিক্লপ খুবই সীমিত। এদিকে দলের অর্ধেক ফুটবলারই এএফসি কাপ খেলতে বাইরে। তবে এই দল নিয়ে আমি আশাবাদী।”

এএফসি কাপ খেলতে সুনীল ছেত্রী, প্রীতম কোটালসহ অর্ধেক ফুটবলার মালদ্বীপে। তাই নেপালের বিরুদ্ধে একঝাঁক তরুণ তুর্কিদের নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:বিনিয়োগকারী সংস্থার নতুন চুক্তিপত্র নিয়ে কী বলছে ইস্টবেঙ্গল ক্লাব?

