Monday, August 25, 2025

শুরু হয়েছিল গত জুন মাস থেকে। যা ধারাবাহিক ভাবে এখনও চলছে। কলকাতা-সহ রাজ্যজুড়ে একের পর এক “ভুয়ো” কাণ্ড (Fake Case)। ভুয়ো আইএএস, ভুয়ো আইপিএস, ভুয়ো স্ট্যান্ডিং কাউন্সিল, ভুয়ো পুলিশ অফিসার ও সরকারি কর্তা, ভুয়ো স্বাস্থ্য কর্মী, ভুয়ো চিকিৎসক, ভুয়ো সাংবাদিক, ভুয়ো সিআইডি, ভুয়ো পুর আধিকারিক, ভুয়ো কল সেন্টার। সেই ভুয়োর ছড়াছড়ির মাঝেই এবার ফের ধরা পড়ল ভুয়ো পুলিশ অফিসার (Fake Police Officer)।

আরও পড়ুন-ফের শহরের বুকে তাড়া করে দুষ্কৃতী ধরল পুলিশ, তৎপরতার প্রশংসা অভিযোগকারিণীর

হেলমেট না থাকায় ট্রাফিকের মামলা করতে গিয়েই পুলিশ বলে পরিচয় দেয় রাজীব চক্রবর্তী নামে ধৃত ওই যুবক। পুলিশ জানিয়েছে, টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে হেলমেটবিহীন দুই বাইক আরোহীকে আসলে দেখেন রিজেন্ট পার্ক ট্রাফিক গার্ডের সার্জেন্ট পার্থসারথী দত্ত তাদের আটকান। সার্জেন্ট বাইক চালককে হেলমেট নিয়ে প্রশ্ন করতেই বাইক চালক জবাব দেয়, সে কলকাতা পুলিশের অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর। গোয়েন্দা দফতরে কর্মরত। নাম রাজীব চক্রবর্তী।

তবে তার কথাবার্তায় অসঙ্গতি লাগে কর্তব্যরত সার্জেন্টের। সন্দেহ হলে তিনি পুলিশ পরিচয় দেওয়া বাইক আরোহীর পরিচয়পত্র দেখতে চান। তখন সে ‘কলকাতা পুলিশ এনরোলমেন্ট কমিটি’র পরিচয়পত্র দেখায়। তাতে কলকাতা পুলিশের লোগো দেওয়া। নিচে কলকাতা পুলিশ (Kolkata Police) তথা রাজ্য পুলিশের এক প্রাক্তন শীর্ষকর্তার জাল সই।

আরও পড়ুন-ত্রিপুরায় “তালিবানি বিপ্লব”, হোটেলে সায়িনীর রুমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পরিচয়পত্রটি দেখেই ওই ট্রাফিক সার্জেন্ট বুঝতে পারেন সেটি জাল। এরপর রাজীবকে আটক করা হয়। তবে তার সঙ্গীকে ছেড়ে দেওয়া হয়। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রাজীবকে রিজেন্ট পার্ক থানার (Regent Park PS) পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে জালিয়াতির অভিযোগে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃত উত্তর বরানগরের বাসিন্দা। এলাকাতেও সে নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিত।

 

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version