ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের।
এবার থেকে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (NDA) পরীক্ষা দিতে পারবেন মেয়েরাও। এতদিন মেয়েদের এই পরীক্ষায় বসার অনুমতি ছিল না। বুধবার, সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেয়। ৮ সেপ্টেম্বর NDA-র পরীক্ষা। সেখানেই বসতে পারবেন মেয়েরাও।

আরও পড়ুন-মানবিক মারিয়া আন্দ্রেচিক, শিশুর চিকিৎসার জন্য অলিম্পিক্সের পদক নিলামে তুললেন তিনি
এবছর থেকেই সৈনিক স্কুলে মেয়েদের ভর্তি শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এদিনের শীর্ষ আদালতের নির্দেশে তা মান্যতা পেল।

আগে ভারতীয় সেনাবাহিনীর ক্ষেত্রে মেয়েরা স্নাতক এর পরেই ভর্তি হতে পারতেন। কিন্তু ছেলেরা অনেক আগেই সেনাবাহিনীতে যোগ দিতে পারেন। সে ক্ষেত্রে ছেলেদের সিনিয়রিটি সবসময় মেয়েদের থেকে বেশি হত।

আরও পড়ুন-অভিষেকসহ ছয় নেতার মামলায় চার্জশিটে স্থগিতাদেশ, রিপোর্ট তলব কোর্টের

এদিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্টকে আইনজীবী ঐশ্বর্য ভাটি বলেন, Rashtriya Indian Military College-এ ভর্তি হতে গেলে ছেলেদের স্কুলের লেখাপড়া ছেড়ে দিতে হয়। ১০০ বছর ধরে এটাই চলে আসছে। এখানে মেয়েরা ভর্তি হতে পারে না। উত্তরে বিচারপতি বলেন, “১০০ বছর ধরে যে বৈষম্য চলে আসছে, তাকে আপনি সমর্থন করছেন?” এরপরেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, এবার থেকে মেয়েরাও NDA-র পরীক্ষায় বসতে পারবে।
