ভোট পরবর্তী হিংসা মামলার রায় বৃহস্পতিবার

calcutta high court
কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট ভোট পরবর্তী হিংসা মামলার রায় ঘোষণা করবে বৃহস্পতিবার৷ বেলা ১১টা নাগাদ রায় ঘোষণা হতে পারে৷ হাইকোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে৷ এই বেঞ্চে আছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সুব্রত তালুকদার৷

প্রসঙ্গত, গত ১৮ জুন এই মামলায় পেশ করা যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। গত ১৩ জুলাই কমিশনের গঠন করা বিশেষ দল তাদের রিপোর্ট জমা দেয়। কমিশনের রিপোর্টে রাজ্য, এবং পুলিশের সমালোচনা করা হয় কড়া ভাষায়। এই রিপোর্টের বৈধতা চ্যালেঞ্জ করেছে রাজ্য সরকার৷ আদালতে রাজ্য বলেছে, এই রিপোর্ট অসত্য, পক্ষপাতদুষ্ট৷ এই রিপোর্ট খারিজ করা হোক৷ বলা হয়, কমিশন যে বিশেষ দল ঘোষণা করেছে, সেই দলে কেন্দ্রের শাসক দলের একাধিক সক্রিয় সদস্যকে রাখা হয়েছে৷ এরা পরিকল্পিতভাবেই রাজ্যের মর্যাদাহানি ঘটানোর চক্রান্ত করেছে৷

আরও পড়ুন- দিলীপ ঘোষ ভণ্ড! বিজেপি ছেড়েই তোপ অভিনেত্রী রুপার advt 19

 

Previous articleদিলীপ ঘোষ ভণ্ড! বিজেপি ছেড়েই তোপ অভিনেত্রী রুপার
Next articleদিল্লি-কলকাতা ঢাকা রুটে বিমানের সূচি ঘোষণা