নৌকাডুবিতে গঙ্গায় তলিয়ে যাওয়া তিন ভাইয়ের মধ্যে দুই ভাই এর দেহ উদ্ধার। গঙ্গায় তলিয়ে যায় একই পরিবারের ৩ ভাই। মালদহ বৈষ্ণবনগর থানা এলাকার ঘটনা। পাট কাটতে নৌকায় করে যাওয়ার সময় নৌকা পাল্টি খেলে ৩ ভাই গঙ্গায় তলিয়ে যায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। স্থানীয় বাসিন্দারা নৌকায় তল্লাশি চালায়। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ নৌকা উলটে গিয়ে ডুবে যায়। জানা গেছে, নিখোঁজ থাকা ৩ ভাই সুব্রত মণ্ডল(২২), সত্যজিত মণ্ডল (১৮) ও সত্যবান মণ্ডল(১৭)। কালিয়াচক-৩ ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চরসুজাপুর এলাকার অর্জুন মন্ডল পাড়ায় বাড়ি তাঁদের। বৃহস্পতিবার দুইজনের দেহ উদ্ধার করা হল। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
