Thursday, August 28, 2025

ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ করল আফগানিস্তানের তালিবানরা

Date:

কাবুল কব্জা করার পর ভারতের সঙ্গে সমস্ত রকমের আমদানি-রফতানি বন্ধ করল তালিবান। দিনকয়েক ধরে ভারতের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধ রয়েছে। এ প্রসঙ্গে ফেডারেশন অফ এক্সপোর্ট অর্গানাইজেশন-এর ডিরেক্টর জেনারেল ডক্টর অজয় সহায় জানান, পাকিস্তান হয়ে যে পথ ধরে ভারতে পন্য আসে এবং ভারত থেকে যায়, সেই পথই বন্ধ করে দিয়েছে তালিবানরা।

আরও পড়ুন: আফগানিস্তানে আটকে বাংলার ছেলে মেয়েরা,চিন্তায় ঘুম নেই পরিবার পরিজনদের

ফেডারেশন অফ এক্সপোর্ট অর্গানাইজেশন-এর ডিরেক্টর জেনারেল ডক্টর অজয় সহায় জানান,পাকিস্তানের যে পথ ধরে পণ্য পরিবহণ হত, তা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে তালিবান। ওই পথ ধরেই আফগানিস্তান থেকে ভারতে পণ্য আসত। যা গত কয়েক দিন ধরে বন্ধ রয়েছে।

দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অজয় বলেছেন, ‘‘বাণিজ্য এবং বিনিয়োগের ব্যাপারে দু’দেশের সম্পর্ক দীর্ঘ দিনের। এ ব্যাপারে আমরা আফগানিস্তানের সবথেকে বড় সহযোগী। ২০২১ সালে সে দেশে আমাদের রফতানির অঙ্ক ছিল ৮৩.৫ কোটি ডলার। ৫১ কোটি ডলারের পণ্য আমরা আমদানি করেছি সে দেশ থেকে।’’ এ ছাড়াও ভারত আফগানিস্তানে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছে বলেও জানিয়েছেন তিনি।

আফগানিস্তানে চিনি, সার, চা, কফি, মশলা রফতানি করে ভারত। আফগানিস্তান থেকে মূলত ড্রাই ফ্রুটস, গাম এবং পেঁয়াজ আমদানি করে ভারত। আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আশা, হয়ত শীঘ্রই স্বাভাবিক হবে পরিস্থিতি।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version