সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণসামগ্রী পৌঁছে দিল ‘গীতাঞ্জলি’

গীতাঞ্জলি সালকিয়ার পক্ষ থেকে সুন্দরবনের কিছু প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হল ত্রাণসামগ্রী । বৃহস্পতিবার সোনাখালি, দুলকি, সোনার গা প্রভৃতি জায়গায় কয়েকশো মানুষকে ত্রাণসামগ্রী বিলি করা হয়। ইয়াসে ক্ষতিগ্রস্তদের মুড়ি, চিঁড়ে, ছাতু, দুধ, বিস্কুট, সোয়াবিন, ডাল, আলু, পিয়াঁজ, চিনি, ম্যাগি, জল, সাবান, স্যানিটাইজার প্রভৃতি নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও জামা কাপড় বিতরণ করা হয়।

আরও পড়ুন-আরটিএ বোর্ডের তালিকা মানতে হবে, অতিরিক্ত বাস ভাড়া নিলেই পারমিট বাতিল
সংস্থার সেক্রেটারি মৌমিতা পাছাল জানান, সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। সংস্থার ট্রেজারার সুব্রত সিনহা বলেন, সরকারি সহযোগিতা পেলে  আগামী দিনে আরও বড় আকারে এই রকম উদ্যোগ  নেবেন।

advt 19

 

Previous articleহুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল ব্যাঙ্কের স্পেশাল অফিসার হলেন অসিত মজুমদার
Next articleসিবিআই দিল্লি থেকে তদন্তে? কলকাতায় নগরপাল বদল?