Saturday, August 23, 2025

দেশবাসীকে রক্ষা করতে আমি ফিরে আসব, ভিডিওবার্তা পলাতক আফগান প্রেসিডেন্টের

Date:

তালিবানরা(Taliban) কাবুলের দখল নিতেই দেশ ছেড়ে পালিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ ঘানি(Ashraf Ghani)। শোনা যাচ্ছিল দেশ ছাড়ার সময় বিমানে করে ১৬৯ মিলিয়ন মার্কিন ডলার সঙ্গে নিয়ে গিয়েছিল তিনি। ফলস্বরুপ বুধবার ঘানিকে ‘দেশদ্রোহী’র পাশাপাশি ‘চোর’ তকমা দিয়ে গ্ৰেফতারের দাবি উঠেছে। এই পরিস্থিতিতে ভিডিও বার্তায় প্রকাশ্যে এলেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট(Afgan precident)। জানালেন, তিনি না চলে এলে আফগানিস্তানের সাধারণ মানুষের রক্ত ঝরত। তবে তিনি যে শিঘ্রই দেশে ফিরবেন এ বার্তাও দেন এদিন।

বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে আশরফ ঘানি বলেন, ‘অন্যদের সঙ্গে পরামর্শ করছি আপাতত। চিন্তা করার কোনও কারণ নেই। আফগান ভাই-বোনদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব আমি। আমি জলদিই দেশে ফিরব।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘আমি কাবুল না ছাড়লে আফগানিস্তানের সাধারণ বাসিন্দাদের উপর তালিবান চড়াও হতো। সেটা কখনওই ভালো হতো না। তবে আমি ফিরবই। আর দেশবাসীকে রক্ষা করব।’

আরও পড়ুন:তালিবান দখলের পর ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

যদিও তিনি তালিবানের থেকে কিভাবে আফগানিস্তানকে উদ্ধার করবেন সেবিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। কিন্তু তালিবানের হাত থেকে আফগানিস্তানকে উদ্ধার করা যে ঘানির পক্ষে কার্যত অসম্ভব বিষয় তা বেশ বুঝতে পারছে আন্তর্জাতিক মহল। মঙ্গলবার হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সুলিভান জানিয়েছিলেন, আফগানিস্তানে ঘানি কোনওভাবেই ফ্যাক্টর নন। কারণ, তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। এই মুহূর্তে দেশের বাইরে থেকে ঘানি কিছু করতে পারবেন না।

এদিকে জানা গিয়েছে, আফগানিস্তান ছাড়ার পর বর্তমানে সপরিবারে আবুধাবিতে রয়েছেন আশরাফ ঘানি। বুধবার সকাল থেকে বিষয়টি নিয়ে জল্পনা অবকাশ থাকলেও এই খবরে স্বীকার করে নিয়েছে আরব আমিরশাহী প্রশাসন।

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version