Saturday, August 23, 2025

আফগানিস্তানে শান্তি ফিরে আসুক, জলপাইগুড়িতে বসে এমনটাই চাইছেন এক সময়ের আফগানিস্তানের বাসিন্দা কাবুলিওয়ালারা। বর্তমানে আফগানিস্তানে চলছে তালিবানি রাজ। যেকারণে আতঙ্কে দেশ ছাড়ছেন অনেকেই। তারই কিছু দুর্দশার ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যারফলে রীতিমতো চিন্তিত এদেশে বসবাসকারী কাবুলিওয়ালারা।

ব্যবসায়ীক স্বার্থে অনেকেই এদেশে রয়েছেন, তবে এখনো তাদের আত্বীয় স্বজন এমনকি অনেকের পরিবার রয়েছে আফগানিস্তানে। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো ফোনে, এমনকি মাঝেমধ্যে দেশে যেতেন তারা। কিন্তু গত কয়েকদিনের পরিস্থিতিতে জলপাইগুড়ির কাবুলিওয়ালাদের চোখে মুখে রীতিমতো আতঙ্কের ছাপ লক্ষ করা গেছে। কেননা গত কয়েকদিন ধরে ওই দেশে থাকা আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, তাদের চোখ এখন শুধুমাত্র টিভির পর্দা সোশ্যাল মিডিয়ায়। ঠিক কী রকম পরিস্থিতি তৈরি হয়েছে আফগানিস্থানে তা জানার উপায় নেই এই মুহূর্তে, কেননা সেখানে বর্তমানে নেট এবং টেলিযোগাযোগ পরিষেবা বন্ধ করা হয়েছে। যার ফলে তাদের একমাত্র ভরসা টিভির পর্দা।

ভারত স্বাধীন হওয়ার অনেক আগেই থেকেই অনেক কাবুলিওয়ালা এদেশে এসেছেন। এমনকি অনেকেরই জন্ম হয়েছে এদেশে। দীর্ঘদিন বসবাস করার সুবাদে অনেকের নাগরিকত্বও মিলেছে। রয়েছে এখানকার আধার, ভোটার কার্ড।

আরও পড়ুন- তৃণমূল দেখলেই তালিবানি কায়দায় আক্রমণ, ত্রিপুরার বিজেপি বিধায়কের উস্কানিমূলক মন্তব্যে তোলপাড়

জলপাইগুড়ির কয়েকজন কাবুলিওয়ালা জানান, তারা এখন পুরোপুরি ভারতীয়। তবে পূর্ব পুরুষদের কি ভোলা যায়। বাপ,ঠাকুরদারা ভিটেমাটি ছেড়ে এদেশে পাকাপাকিভাবে বসবাস শুরু করলেও শরীরের গঠন আর ভাষা তাদের আলাদা করে চিনিয়ে দেয় তারা আফগানিস্থানি।

তালিবানদের হাত থেকে বাঁচতে পালিয়ে গেছেন খোদ সে দেশের প্রেসিডেন্ট। মানুষ জন দেশ ছাড়ার জন্য চলন্ত বিমানে ওঠার জন্য ঝাঁপিয়ে পড়ছেন। এদেশে বসে থাকলেও তাই তাদের মন পড়ে আছে ওদেশে। তাদের কথায় শেকড় ছিঁড়ে চলে এলেও ওরাতো আমাদেরই একজন। তাই আজ ওদের কথা ভেবেই মন খারাপ কাবুলিওয়ালাদের। তবে এই মুহূর্তে কেমন আছেন আপনজনরা চিন্তায় ঘুম উড়েছে কাবুলিওয়ালাদের।

 

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version