প্রয়াত পিটি ঊষার কোচ ও এম নামবিয়ার

প্রয়াত পিটি ঊষার( PT Usha) কোচ ও এম নামবিয়ার( O M Nambier) । মৃত্যু কালে বয়স হয়েছিল ৮৯ বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টুইট করে কোচ নামবিয়ার মৃত্যুর খবর জানান প্রাক্তন অ্যাথলিট পিটি ঊষা।

টুইটারে পিটি ঊষা লেখেন, “আমার গুরু, কোচের চলে যাওয়া মনের মধ্যে যে গভীর ক্ষত তৈরি করল, যে শূন্যতা তৈরি হল, তা কখনও পূরণ হবে না। আমার জীবনে তাঁর অবদান তা ভাষায় প্রকাশ করা যাবে না। গভীর ভাবে শোকাচ্ছন্ন। আপনাকে খুব মিস করব ও এম নামবিয়ার স্যর। আপনার আত্মার শান্তি কামনা করি।”

১৯৮৫ সালে দ্রোণাচার্য পুরস্কার পান ও এম নামবিয়ার। ১৯৭৬ সাল থেকে পিটি ঊষাকে প্রশিক্ষণ দিতে শুরু করেন নামবিয়ার।অ্যাথলিট হিসেবে নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জোরালোভাবে প্রতিষ্ঠিত করতে না পারলেও ভারতের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট পিটি ঊষাকে খুঁজে বার করাই ছিল তাঁর কোচিং কেরিয়ারের সেরা কৃতিত্ব।

আরও পড়ুন:ক্রোয়েশিয়ার ক্লাব এইচএনকে সিবেনিকের হয়ে অনুশীলন শুরু সন্দেশ ঝিঙ্গানের