আফগানিস্তানে আটকে নদিয়ার তাহেরপুরের দুই বাসিন্দা, কান্না থামছেনা পরিবারের সদস্যদের

কাজের জন্য আফগানিস্তানে গিয়েছিলেন নদিয়ার তাহেরপুরের বাসিন্দা অশোক ঘোষ এবং কৃষ্ণ দাস। এখন তালিবান গ্রাসে প্রায় গোটা আফগানিস্তান। এই অবস্থায় দুশ্চিন্তায় অশোক এবং কৃষ্ণর পরিবার। কান্না থামছেনা দুই পরিবারের সদস্যদের।

আরও পড়ুন: টিম গঠন করল সিবিআই, ঠান্ডা মাথায় আইনি দিক খতিয়ে দেখছে রাজ্য

নদিয়ার তাহেরপুরের এইচ ব্লকের বাসিন্দা অশোক ঘোষ। তিনি দু’বছর আগে আফগানিস্তানের কাজ করতে গিয়েছিলেন। বাড়িতে এসেছিলেন গত ছ’মাস আগে। একই সঙ্গে রান্নার কাজে কাবুল গিয়েছিলেন গিয়েছিলেন তাহেরপুর থানার জে ব্লকের বাসিন্দা কৃষ্ণ দাস। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, বিপজ্জনক জায়গায় ছিলেন। তবে যে সংস্থার হয়ে কাজে গিয়েছিলেন, সেখান থেকে তাকে বাড়ি ফেরানোর আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন: কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার আর্জি, দিল্লিকে অবাক করে প্রস্তাব তালিবানের

কৃষ্ণ দাসের মা জানিয়েছেন, রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আফগানিস্তান তালিবান দখলে যেতেই, দেশে ফেরার জন্য যাবতীয় চেষ্টা শুরু করেন কৃষ্ণ দাস। কিন্তু বার দুয়েক বিমান বাতিল হওয়ায় বর্তমানে কাবুলে গৃহবন্দি রয়েছেন তিনি।
advt 19

 

Previous articleটিম গঠন করল সিবিআই, ঠান্ডা মাথায় আইনি দিক খতিয়ে দেখছে রাজ্য
Next articleকলকাতা থেকে অবশেষে বিদায় নন এসি মেট্রোর, স্থান হবে হাওড়া রেল মিউজিয়ামে