প্রবল বৃষ্টির জের, তোর্সায় মৃত গণ্ডারের দেহ

জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন তোর্সা নদীতে গণ্ডারের (Rhinoceros) মৃতদেহ। আলিপুরদুয়ারের (Alipurduwar) এক নম্বর ব্লকের শিলবাড়ি ঘাটে তোর্সায় (Torsa) বালিপাথর তোলার কাজ করতে গিয়ে শনিবার ভোরে স্থানীয় শ্রমিকেরা সেটিকে দেখতে পান। বেশ কয়েকজন শ্রমিক সেটিকে টেনে তীরে নিয়ে আসেন।

জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও (Dfo) দীপক এম জানান, “এলাকায় প্রবল বৃষ্টি চলছে। যার জেরে তোর্সা নদী ফুলেফেঁপে উঠেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, নদীর স্রোতে ভেসে গণ্ডারটির মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পরেই প্রকৃত কারণ জানা যাবে”।

advt 19

 

Previous articleত্রিপুরা: সায়নীর সঙ্গে সাক্ষাতের “অপরাধ”-এ চিকিৎসকের পরিবারের উপর হামলা বিজেপির
Next articleসোশ্যাল মিডিয়ায় তালিবান সমর্থনের জের, অসম থেকে গ্রেফতার ১৪