Monday, November 3, 2025

২০২৪-এর ভোটে মুখ্যমন্ত্রীর প্রস্তাব ট্রাম্প কার্ড হতে পারে বিরোধীদের

Date:

শুক্রবার ১৯ দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া একের পর এক প্রস্তাব কার্যত বিরোধী শিবিরের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হতে চলেছে। কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা চলছে বাংলার মুখ্যমন্ত্রীর দেওয়া একটি প্রস্তাব নিয়ে যা শাসক বিজেপিকেও ভাবনার মধ্যে ফেলে দিয়েছে।
কী সেই প্রস্তাব? সেই প্রস্তাবটি হলো আয়করের আওতার বাইরে থাকা পরিবারকে মাসিক ৭৫০০ টাকা করে দেওয়া। এই দাবি যে আগামিদিনে বিরোধী দলের ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারে, তা নিশ্চিত করে বলা যায়। বাংলার মুখ্যমন্ত্রী তাঁর অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন, দেশ জুড়ে যে বেকারত্ব রয়েছে, তারজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। কিন্তু মোদি সরকার কার্যত স্থবির হয়ে বসে রয়েছে। দেশে বেকারত্ব লাফিয়ে বাড়ছে। তারমধ্যে কোভিড পরিস্থিতি মানুষকে আরও দুর্বিষহ অবস্থার মধ্যে ঠেলেছে কেন্দ্রের যথাযথ পদক্ষেপে ব্যর্থতার কারণে। এই পরিস্থিতিতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। রাজ্য সরকারের উপদেষ্টা ও  নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ের উপর বারবার জোর দিয়েছেন। তিনি মানুষের হাতে টাকা দেওয়ার কথা বলেছেন। সেই ভাবনারই বাস্তবিক প্রয়োগ আয়করের আওতার বাইরে থাকা পরিবার পিছু ৭৫০০ টাকা করে দেওয়া। এই দাবি সামনে রেখে বিরোধীরা ২০২৪-এর লড়াইয়ে নামলে তা যে বিজেপিকে ব্যাক সিটে ঠেলে দেবে, তা বলছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাই। এই প্রস্তাবকে ট্রাম্পকার্ড করেই যে বিরোধীরা ভোটযুদ্ধে এগোতে চাইবে, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version