Sunday, November 16, 2025

ভিড় সামলাতে নয়া ডিভাইস: উৎসবে অত্যাধুনিক প্রযুক্তিতে সাজছে কলকাতা পুলিশ 

Date:

কোভিড পরিস্থিতিতেও পুজোর উৎসবে বাঙালি ভিড় জমাতে পারেন পুজোমণ্ডপে। বিধি মেনে ভিড় সামলাতে তাই প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশও (Kolkata Police)। যুদ্ধকালীন তৎপরতায় অত্যাধুনিক প্রযুক্তিতে নিজেদের আপডেট (Upate) করে নিচ্ছে তারা। সূত্রে খবর, প্রায় সাড়ে ৭ কোটি টাকা বাজেটে কেনা হচ্ছে অত্যাধুনিক বম্ব অ্যান্ড ইলেক্ট্রনিক ডিটেক্টরস। এর মধ্যে আছে নন-লিনিয়ার জাংশন ডিটেক্টরস (Nljd) এবং এক্সপ্লোসিভ ভেপার ডিটেক্টরস (Evd)। কেনা হচ্ছে ৭টি এনএলজেডি। যার দাম পড়বে প্রায় ১ কোটি টাকা। ইলেক্ট্রনিক্স— যা রেডিয়েটিং হতেও পারে, না-ও হতে পারে, নিমেষের মধ্যে চিহ্নিত করা সম্ভব হবে এই প্রযুক্তিতে। ইভিডি কেনা হচ্ছে ৯টি।

 

এক্সপ্লোসিভ অ্যান্ড ইমপ্রোভাইসড মেটিরিয়ালস ডিটেক্টর-সহ। ভিড়ের মধ্যে সাত সেকেন্ডের কম সময়ে ভেপার, প্লাস্টিক বিস্ফোরক খুঁজে বের করে চিহ্নিত করতে এই প্রযুক্তি অনবদ্য। এই খাতে খরচ হবে প্রায় ২ কোটি টাকা। মূলত ভিভিআইপি জোনে নিরাপত্তার জন্য এই অত্যাধুনিক সরঞ্জামের প্রয়োজন হয় পুলিশের। আর পাঁচটা দিনে তো বটেই, পুজোর মরশুমে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকায় থাকেন মহিলা পুলিশ অফিসার-কর্মীরা। দিনরাত এক করে তাঁদের সামাল দিতে হয় ঠাকুর দেখার ভিড়। অবশ্যই সতর্ক নজর রাখতে হয় অপরাধ-প্রবণতার ওপরে। কিন্তু একটানা দীর্ঘক্ষণ রাস্তায় ডিউটি করতে গিয়ে মহিলা হিসেবে নানা সমস্যার মুখে পড়তে হয় তাঁদের। বিশেষ করে সাম্প্রতিক কোভিড আবহে। তাই মূলত তাঁদের কথা ভেবেই মোট ৩২টি নতুন অত্যাধুনিক সুবিধেযুক্ত মোবাইল ভ্যান রাস্তায় নামানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। কী কী থাকছে এতে? বায়ো-টয়লেট, চেঞ্জিং রুম এবং কিচেন— রাস্তায় কর্তব্যরত মহিলা পুলিশের কাছে যা অত্যন্ত প্রয়োজনীয়। ২৫ সিটের মিনিবাসকে এই ধরনের মোবাইল ইউনিটে রূপান্তরিত করার সম্ভাবনা খতিয়ে দেখে নেওয়া হয়েছে— এমনই পরিকল্পনা। এরজন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৪ কোটি ৪৪ লক্ষ টাকা। আধুনিক প্রযুক্তির অন্যান্য সাজসরঞ্জাম এবং যন্ত্রপাতি কেনার জন্যও ডাকা হয়েছে টেন্ডার। সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ বিষয়টি চূড়ান্ত রূপ নেবে বলে আশা করা যাচ্ছে।

 

 

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...
Exit mobile version