পাশাপাশি মোদি-মমতা! মালদহের বাজারে তুঙ্গে চাহিদা

ভালবাসা আর প্রতিশ্রুতির বন্ধন-রাখি উৎসব (Rakhi Utsab)। ভাইয়ের হাতে বেঁধে দেওয়া বোনের রঙিনসুতোর বাঁধন। আর তাতে কী রাজনৈতিক দলাদলি থাকতে পারে? তাই মোদি-মমতা একসাথে! অবাক শোনালেও এটাই মালদহের চিত্র। সেখানকার বিভিন্ন বাজারে বিকোচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে (Mamata Bandapadhyay) ছবি দেওয়া রাখি। অন্য সমস্ত রাখিকে পিছনে ফেলে এবার এই রাখির চাহিদা তুঙ্গে।

দেখতে সুন্দর। দাম ও সাধ্যের মধ্যে। প্রিয় নেতৃত্বের ছবি দেওয়া রাখি কেউ কিনছেন প্রিয়জনের জন্য। আবার কেউ কিনছেন দলীয় নেতা-কর্মীদের জন্য। অন্যান্য ডিজাইনের রাখি থাকলেও মালদহের (Maldah) বিভিন্ন দোকানে মোদি-মমতার ছবি দেওয়া রাখি পছন্দের নিরিখে পিছনে ফেলেছে বাকি সব ডিজাইনকে। চাহিদা দেখে খুশি বিক্রেতারা।

advt 19