Thursday, August 28, 2025

ছাড়পত্র পেল জাইকোভ-ডি, শীঘ্রই শুরু হতে চলেছে ১২-১৮ বয়সি টিকাকরণ

Date:

শীঘ্রই দেশজুড়ে শুরু হতে চলেছে ১২ ঊর্ধ্বদের টিকাকরণ।জরুরি ভিত্তিতে বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোল বোর্ড। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে।  ফলে আশা করা যায় পুজোর আগেই ১২-১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হতে পারে। জাইকোভ-ডি নামক এই ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাটির নাম জাইডাস ক্যাডিলা। তবে সূচ ফুটিয়ে নয়, তিনটি ডোজের মাধ্যমেই ভ্যাকসিনটি শিশুদের শরীরে প্রয়োগ করা যাবে।
প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে,  প্রায় ২৮ হাজার স্বেচ্ছাসেবকের উপর ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়ে দেখা গিয়েছে, সূচ-বিহীন এই ভ্যাকসিনের কার্যকারিতার হার ৬৬.৬ শতাংশ। বছরে কমপক্ষে ১০ থেকে ১২ কোটি ডোজ টিকা তৈরি করার পরিকল্পনা তাদের রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উৎপাদন। এটি ভারতে অনুমোদন পাওয়া ষষ্ঠ ভ্যাকসিন হতে চলেছে। করোনার ডেল্টা প্রজাতির বিরুদ্ধেও এই ভ্যাকসিন সফলভাবে প্রতিরোধ করতে সক্ষম বলে জানিয়েছে টিকা প্রস্তুতকারী সংস্থা।
স্বাস্থ্য মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন, ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ (সিডিএসসিও)-র টিকা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি টিকা নির্মাতা সংস্থাকে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মানবদেহে পরীক্ষা (হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল) সংক্রান্ত বিস্তারিত নথিপত্র জমা দিতে বলেছে। জাইকোভ ডি-র মাধ্যমে টিকাকরণ সম্পূর্ণ করতে হলে মোট তিনটি টিকা নিতে হবে। তবে প্লাজমিড-ডিএনএ প্রযুক্তি নির্ভর জাইকোভ ডি-কে ভবিষ্যতে দু’টি টিকায় পরিণত করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে জাইডাস ক্যাডিলা কর্তৃপক্ষ।
প্রসঙ্গত করোনার তৃতীয় ঢেউ রুখতে টিকাকরণের উপরই জোর দিচ্ছে হু। এমতাবস্থায় প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের টিকাকরণও জরুরি। গত মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আগামী মাসে শিশুদের টিকা বাজারে আসতে চলেছে বলে জানিয়েছেন। করোনার সংক্রমণ রুখতে ১৮ ঊর্ধ্বদের পাশাপাশি শিশুদের টিকাকরণ করা হলে করোনাকে প্রতিহত করতে দেশ সক্ষম হবে বলে দাবি বিশেষজ্ঞদের।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version