Tuesday, November 11, 2025

কাবুল থেকে ভারতে ফিরতেই ভাইকে স্নেহের চুম্বনে ভরিয়ে দিল দিদি, ভাইরাল মর্মস্পর্শী ভিডিও

Date:

তালিবান অধিকৃত আফগানিস্তান থেকে বেরিয়ে আসতে পেরে একরত্তি মেয়েও বুঝল তারা নিরাপদ। কাবুল থেকে ভারতীয় বায়ুসেনা রবিবার একদল ভারতীয়কে উদ্ধার করেছে। সেই দলে ছিল ছোট্ট এক শিশু। উক্ত ভিডিয়োটিতে হিনডন এয়ারবাসে করে গাজিয়াবাদে পৌঁছনোর পর কোলের শিশুকে একরত্তি মেয়ে চুম্বনে ভরিয়ে দিল। এএনআই এই ভিডিওটি শেয়ার করেছে। সম্ভবত, কোলের শিশুটি একরত্তি শিশু কন্যার ভাই।

 

আরও পড়ুন: আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করলেই প্রথমে পোলিও প্রতিষেধক নিতে হচ্ছে

আইএএফ যে ১৬৮ জনকে উদ্ধার করেছে তার মধ্যে ১০৭ জন ভারতীয় ও ২৩ জন আফগান ছাড়াও আছেন শিখ ও হিন্দু। এই দলটি আজ ভারতে এসে পৌঁছেছে।

এর সঙ্গে, আফগান শিখদের ভারতে ফেরানোর কথা আগেই বলেছিল দিল্লি। সেইমতো শুরু হয়েছে সেই প্রক্রিয়া। ভারতের পাশাপাশি একাধিক শিখকে নিয়ে আসা হয়েছে ভারতে। রবিবার সকালেই ভারতে পৌঁছেছেন ২৪ জন আফগান শিখ। তাঁদের মধ্যে রয়েছেন দু’জন সেনেটরও। আফগানিস্তানের পরিস্থিতি জিজ্ঞেস করতেই চোখে ভরে এলো জল। সদ্য ভারতে ফেরা আফগান সেনা নরেন্দ্র সিং খালসা বলেন, ‘২০ বছর ধরে যা কিছু গড়ে তোলা হয়েছিল সব শেষ হয়ে গেল। এখন আবার সব শূন্যতে পৌঁছেছে।’

আরও পড়ুন: মাদক-বেআইনি পার্কিংয়ের তোলাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে, দোষীদের রং দেখবেন না: স্পষ্ট বার্তা কুণালের

আর এক আফগান শিখ ভারতে ফিরে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি জানিয়েছেন, কাবুল বিমানবন্দরে পৌঁছনোর আগে তাঁদের অনেক বাধার মুখে পড়তে হয়েছিল। এমনকি বিমানবন্দরে আসার পরও তালিবানরা এসে তাঁদের বলে, ‘তোমরা যেও না। কেন যাচ্ছ?’ তারপরও ভারতে পৌঁছে খুশি তাঁরা। এই উদ্যোগ নেওয়ার জন্য নরেন্দ্র মোদি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version