Monday, May 5, 2025

স্টাফ স্পেশ্যাল ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম এক মহিলা যাত্রী

Date:

করোনা আবহে বন্ধ সমস্ত লোকাল ট্রেন। একমাত্র ভরসা স্টাফ স্পেশ্যাল ট্রেন । এবার সেই স্টাফ স্পেশ্যাল ট্রেন থেকে নামতে গিয়েই ঘটল বিপত্তি। সপ্তাহের শুরুতেই মুর্শিদাবাদে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড়ে ঠাসা স্টাফ স্পেশাল ট্রেন থেকে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াতেই হুড়োহুড়ির জেরে ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গেলেন এক মহিলা যাত্রী। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি। সোমবার সকালে লালগোলা থেকে রানাঘাটগামী স্টাফ স্পেশ্যাল ট্রেনে এই ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, একেবারে দরজা সামনে দাঁড়িয়েছিলেন। ভিড়ের চাপে নিজেকে সামলে রাখতে পারেননি। এদিন ট্রেনে চেপে বহরমপুরে ডাক্তার দেখাতে আসছিলেন রঘুনাথগঞ্জের সাইদাপুরের বাসিন্দা আলিয়ারা বিবি। ট্রেনের মধ্যে ভিড়ের চাপে ট্রেন থেকে নামতে গিয়ে ঘটে দুর্ঘটনা। প্ল্যাটফর্মে থাকা অন্যান্য যাত্রীরা মহিলাকে উদ্ধার করে। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আরপিএফ। যাত্রীদের অধিকাংশের দাবি, ভিড়ের চাপে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
উল্লেখ্য, করোনা সংক্রান্ত বিধিনিষেধের জেরে রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চলছে রেলের কর্মীদের যাতায়াতের জন্য কিছু স্টাফ স্পেশাল ট্রেন। বিভিন্ন জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের এই ট্রেনগুলিতে যাতায়াতের অনুমতি রয়েছে।

আরও পড়ুন – পুজোর মরশুমে কোভিডের তৃতীয় ঢেউ শিখর ছুঁতে পারে
তৃতীয় দফায় রাজ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর গত ৫ মে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিধিনিষেধের কথা ঘোষণা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে লোকাল ট্রেন বন্ধ রাখার কথা জানিয়েছিলেন।ইতিমধ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ কিছুটা শিথিল হয়েছে। এই পরিস্থিতি অনেকেরই প্রশ্ন, লোকাল ট্রেন পরিষেবা ফের কবে থেকে শুরু হবে।

 

Related articles

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...
Exit mobile version