কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট-পরবর্তী হিংসা মামলার তদন্তে কলকাতায় সিবিআইয়ের (Cbi) ৪ জয়েন্ট ডিরেক্টর (Joint Director)। এসেই সোমবার, সকালে বেলেঘাটায় নিহত বিজেপি (Bjp) কর্মী অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) বাড়ি যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই খুন হন অভিজিৎ। তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ অভিজিতের পরিবারের। তদন্তে নেমে প্রথমেই অভিজিতের বাড়ি গেলেন তদন্তকারীরা। একই সঙ্গে অভিজিতের দাদাকে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও সিবিআই সূত্রে খবর।

আরও পড়ুন – পরিবর্ত ফুটবলার হিসেবে সিরি-এ’র নতুন মরশুম শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
রাজ্যের ‘ভোট পরবর্তী হিংসা’র অভিযোগের তদন্তে চারটি জোন-এ ভাগ করে কাজ শুরু করেছে সিবিআই। এসেছেন সিবিআইয়ের ৪ জয়েন্ট ডিরেক্টর। প্রথমদিনই অভিজিতের মামলা দিয়েই তদন্ত শুরু করলেন তাঁরা। এই আগে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলের বিরুদ্ধে শাসকদলের অভিযোগ ছিল, তারা বেছে বেছে বিজেপি নেতা-কর্মীদের বাড়িতেই তদন্তে গিয়েছিল। এবার সিবিআইও তদন্ত শুরু করল বিজেপি কর্মীর খুনের ঘটনা দিয়েই।
