Monday, January 12, 2026

পঞ্জশির দখলে রওনা দিল শয়ে শয়ে তালিবান জঙ্গি, তৈরি প্রতিরোধ বাহিনীও

Date:

Share post:

পঞ্জশির উপত্যকা এখনও দখলে আসেনি তালিবানের। সেখানে ঢুকতে গিয়ে গত কয়েক দিনে বারেবারে বাধার মুখে পড়তে হয়েছে তালিবান যোদ্ধাদের। ওই এলাকা দখলের জন্য এ বার সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর কথা ঘোষণা করেছে তালিবান। পঞ্জশির দখল করতে ইতিমধ্যেই রওনা হয়েছে শয়ে শয়ে তালিবান যোদ্ধা।
আফগানিস্তানে একের পর এক প্রদেশ এক প্রকার বিনা যুদ্ধে আত্মসমর্পণ করেছে তালিবানদের কাছে। কিন্তু সে পথে হাঁটেনি হিন্দুকুশ পর্বতের পাদদেশে অবস্থিত পঞ্জশির উপত্যকা। ১৫ অগস্টের পরও তাই তালিবানের দখলের বাইরে ছিল এই এলাকার বেশ কয়েকটি প্রদেশ। এমনকী নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে যখন আফগানিস্তানে তালিবানদের রাজত্ব ছিল তখনও ‘স্বতন্ত্র’ ছিল পঞ্জশির৷ আহমেদ মাসুদের নেতৃত্বে তালিবানের বিরুদ্ধে লড়াই হচ্ছে সেখানে। আশরফ গনি জমানার ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহও রয়েছেন তাঁর সঙ্গে। আফগান বাহিনীর একটা অংশও যোগ দিয়েছে তাঁদের সঙ্গে। এই বাহিনীর প্রতিরোধে গত কয়েক দিনে বেশ কয়েক বার পিছু হটেছে তালিবান। সেই পঞ্জশির দখলে এ বার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে তাঁরা।
শত্রুকে স্বাগত জানাতে তৈরি প্রতিরোধী বাহিনীও৷ দেশের তদারকি প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ জানিয়েছেন, তালিবানের বিরুদ্ধে লড়াইয়ে তারা প্রস্তুত৷ সোমবার সকালে টুইটে তিনি বলেন, ‘এর আগের দিন আন্দারাব উপত্যকায় প্রতিরোধের মুখে পরে পিছু হঠেছিল তালিবান৷ তার পর পঞ্জশিরে ঢোকার মুখে দাঁড়িয়ে তালিবানের বিরাট সংখ্যক যোদ্ধা জড়ো হয়েছে৷’

আরও পড়ুন – এবার দেবকে ত্রিপুরায় পাঠাচ্ছে তৃণমূল


সম্প্রতি তালিবানের তরফে এক টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘স্থানীয় প্রশাসন শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করছে রাজি হয়নি। তাই ইসলামিক আমিরশাহির শতাধিক মুজাহিদিন পঞ্জশির দখল‌ে‌র জন্য যাচ্ছে।’ তালিবানের বিরুদ্ধে লড়াই করতে ইচ্ছুকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পঞ্জশিরে জড়ো হচ্ছেন বলে জানা গিয়েছে। মাসুদও সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে পূর্বতন আফগান সরকারের বহু সেনা পঞ্জশিরে এসেছেন।’’তালিবানকে আটকাতে তৈরি তাদের ৬ হাজার যোদ্ধা৷ আফগান সেনা, স্পেশাল ফোর্স এবং স্থানীয় জনজাতির মানুষদের নিয়ে তৈরি হয়েছে প্রতিরোধ বাহিনী৷
আগামী দিনে হিন্দুকুশ পর্বতের পাদদেশের এই এলাকার দখল তালিবান নিতে পারে কি না, সে দিকেই এখন নজর গোটা বিশ্বের।

advt 19

 

spot_img

Related articles

এক গ্রাম থেকেই ১১০০ মানুষকে SIR নোটিশ! পথ অবরোধ করে সুরাহা দাবি

এসআইআর হয়রানি যে বাংলার বৈধ ভোটারদের হয়রান করার জন্য, তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠে এল পূর্ব বর্ধমানের কাটোয়ার...

৫ বছর পর পরিচালনায় ফিরছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়

ব্যক্তিগত সমস্যা, কোভিড, শারীরিক অসুস্থতা সবমিলিয়ে জেরবার ছিলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chattopadhyay)। পরিচালনার পাঠ একপ্রকার চুকিয়েই দিয়েছিলেন...

ফের শিক্ষক নিয়োগে সুখবর: ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ

ফের শিক্ষক নিয়োগে সুখবর। নির্বাচনের আগেই ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করবে স্কুল...

সোলানে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু নাবালকের, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু

হিমাচল প্রদেশের সোলানে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive fire incident)! সোমবার ভোরে আর্কি এলাকার এক পুরোনো বাস স্ট্যান্ডে আগুন লেগে...