Monday, August 25, 2025

নিমতিতা বিস্ফোরণে (Nimtita Blast) দুই অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ ধারার উল্লেখ এনআইএ (NIA) চার্জশিটে। বিস্ফোরণে গুরুতর আহত হন রাজ্যের তৎকালীন মন্ত্রী জাকির হোসেন। মঙ্গলবার, ওই ঘটনায় দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেয় এনআইএ। সেখানেই ইউএপিএ (UAPA) ধারার কথা উল্লেখ করে এনআইএ। ১৭ ফেব্রুয়ারি নিমতিতা স্টেশনে বিস্ফোরণে মারাত্মক আইডি ব্যবহার করা হয়েছিল বলে ফরেনসিক রিপোর্টে প্রমাণ মিলেছে বলে চার্জশিটে উল্লেখ। সেই কারণেই সন্ত্রাস দমন আইনে মামলা রুজু করা হয়।

আরও পড়ুন: কোটি কোটি টাকার দুর্নীতি, শ্যামাপ্রসাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করতে চলেছে পুলিশ

নিমতিতা বিস্ফোরণে তদন্ত প্রথমে শুরু করে সিআইডি। পরে তদন্তভার নেয় এনআইএ। ওই বিস্ফোরণে মারাত্মক জখম হন বিধায়ক জাকির হোসেন। আরও ২৭ জন আহত হন। ঘটনায় শহিদুল ইসলামকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি এবং বৈদ্যুতিন সরঞ্জাম বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা।

রাজ্যের তরফে স্টেশনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়। স্টেশনে আলো না থাকার কথা অস্বীকার করে রেল। বলা হয়, ঘটনার সময়ে স্টেশন অন্ধকার ছিল না। ২ নম্বর প্ল্যাটফর্মের বিস্ফোরণেই আলো নেভে। পাশাপাশি, সিসিটিভি বা আরপিএফ নজরদারিও ছিল।
এরপর তদন্তভার হাতে নেয় এনআইএ।

তদন্তে নেমে এনআইএ-এর প্রাথমিক অনুমান, রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকে খুন করার উদ্দেশ্যেই ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছিল দুষ্কৃতীরা। ফলে সিআইডির দেওয়া খুনের চেষ্টার মামলা এবং বিস্ফোরক মামলার সঙ্গে ইউএপিএ ধারা যোগ করে এনআইএ। রেল পুলিশের বেশ কয়েকজন আধিকারিক এবং রাজ্যের সিআইডি’র বেশ কয়েকজন আধিকারিককে এই বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়।

এ প্রসঙ্গে জাকির হোসেন বলেন, “এনআইএ তদন্ত করছে। দ্রুত দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক। এলাকায় এখনও আতঙ্ক রয়েছে। তদন্ত না হলে আইন-শৃঙ্খলা আরও খারাপ হবে”।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version