এএফসি কাপে( Afc Cup) পরবর্তী পর্বে পৌঁছে গেল এটিকে মোহনবাগান (Atk Mohunbagan) । মঙ্গলবার গ্রুপ পর্বে শেষ ম্যাচে বসুন্ধরা কিংসের ( Basundhara Kings) বিরুদ্ধে ড্র করে শীর্ষে থেকেই এএফসি কাপের নক-আউট তথা ইন্টার জোনাল সেমিফাইনালে পৌঁছে গেল হাবাসের দল। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন ডেভিড উইলিয়ামস।

ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে এএফসি কাপের ম্যাচ। তবে এরই মাঝে ম্যাচের ২৮ মিনিটে ফার্নার্ডেজের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। এরপর বেশ কয়েকবার আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব্যর্থ হন রয় কৃষ্ণারা। যার ফলে ম্যাচের প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকে এটিকে মোহনবাগান।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় হাবাসের দল। যার ফলে ম্যাচের ৬২ মিনিটে বাগানের হয়ে সমতা ফেরান ডেভিড উইলিয়ামস।

Next Stop: 📍
🟢 Inter-Zonal Semi-Final Playoff 🔴#ATKMohunBagan #JoyMohunBagan #IndianFootball #ATKMBvBSK #MarinersInAsia pic.twitter.com/tBsuGSsqdy
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 24, 2021
আরও পড়ুন:লক্ষ্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ, দু’টি পৃথক দল গড়ার পরিকল্পনায় বিসিসিআই

