Saturday, November 15, 2025

সরকারি কর্মীদের বদলি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান: আশ্বাস পার্থর

Date:

সরকারি কর্মীদের বদলি সংক্রান্ত সমস্যা সমাধানে এগিয়ে এল রাজ্য সরকার। মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের সঙ্গে বৈঠকে রাজ্যের শিল্প ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) আশ্বাস দিয়েছেন, বদলির ক্ষেত্রে কোনও সমস্যা থাকলে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নজরে আনা হবে।

মঙ্গলবার বিধানসভা ভবনে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকের পৌরহিত্য করেন সংগঠনের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর সতর্কবার্তা, অনেকক্ষেত্রে অভিযোগ আসছে যে, ফেডারেশনের সদস্য না হয়েও কেউ কেউ নিজেকে সদস্য বলে দাবি করছেন। এই ধরনের অনিয়ম যাতে না হয় সেটা দেখতে হবে। তিনি জানান, আগামী সাতদিনের মধ্যে প্রতিটি জেলায় সদস্য সংগ্রহ অভিযান হবে। কারণ, অনেকেই এই সংগঠনে যোগ দিতে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।

মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন, ৩২টি জেলার সভাপতি। আহ্বায়ক দিব্যেন্দু রায়। রাজ্য সরকারি কর্মীদের ভূমিকার প্রশংসা করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘দুয়ারে সরকার’ বা ‘পাড়ায় সমাধান’ শিবিরে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সরকারি কর্মীরা। কর্মসূচিকে সফল করতে আরও বেশি সংখ্যায় অংশগ্রহণ করতেও তারা আগ্রহী। সংগঠনকে জোরদার করতে রাজ্যস্তরে তৈরি করা হবে একটি অ্যাডহক কমিটি। কমিটি তৈরি করা হবে জেলাস্তরেও। সংগঠনের সদস্য হওয়ার জন্য কোনও অর্থ আদায় করা হবে না। ৬০ বছরের বেশি বয়সের চুক্তি ভিত্তিক কর্মীদের সংগঠনের সহযোগী সদস্যের মর্যাদা দেওয়া হবে। এদিকে রাজ্য সরকারের কাজকর্মেও যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মীরা।

আরও পড়ুন- উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে মিথ্যাচার, নিশীথকে কড়া জবাব তৃণমূলের

 

Related articles

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...

দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিংয়ের কাজ, ব্লু লাইনে মেট্রো চলছে বরাহনগর পর্যন্ত

সকাল সকাল ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service Interrupted)। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম থেকে বরাহনগর পর্যন্ত। ব্লু লাইনে দক্ষিণেশ্বর...

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...
Exit mobile version