ভোট পরবর্তী হিংসা মামলা: স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের নজরদারিতে অতিরিক্ত দায়িত্বে অখিলেশ সিং

রাজ্যে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) মামলার নজরদারিতে এবার DIG CBI অখিলেশ সিং (Akhilesh Singh)। জানা গিয়েছে, স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের (Special Crime Branch) অতিরিক্ত দায়িত্ব সামলাবেন তিনি। এর আগে এ রাজ্যে কয়লা ও গরু পাচার এবং নারদ মামলার তদন্তের দায়িত্বে ছিলেন অখিলেশ সিং। ফলে অখিলেশের এই বিশেষ দায়িত্ব খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ২০০৩ ব্যাচের আইপিএস (IPS) অফিসার অখিলেশ সিং।

প্রসঙ্গত, ভোট পরবর্তী অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশের পরই তদন্তের জন্য ৪টি সিট (SIT) গঠন করা হয়েছে। প্রতিটি সিট-এর মাথায় একজন করে জয়েন্ট ডিরেক্টর রাখা হয়েছে।

আরও পড়ুন:ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০০

 

Previous articleপ‍্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক মারিয়াপ্পান থাঙ্গাভেলু
Next articleএয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে কাবুল থেকে ভারতে ফিরল ৭৮জন যাত্রীর সঙ্গে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থসাহিব