Saturday, August 23, 2025

যিনি পথপশুদের যত্ন করবেন, ভালবাসবেন তার সঙ্গেই কফি ডেটে যাবেন। কথা দিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেই কথা মতোই রেড ভলান্টিয়ার শশাঙ্ক ভাবসরের সঙ্গে কফি ডেটে গিয়েছিলেন অভিনেত্রী। যেখানে শশাঙ্ক বলেছিলেন, শ্রীলেখার ডাক নাম টুম্পা হওয়ার কারণে তিনি ছোট্ট সারমেয়টিকে সেই নামেই ডাকবেন। এই ঘটনা জুলাই মাসে ঘটেছিল। কিন্তু সোমবার রাতে ফেসবুকে শশাঙ্ক পোস্ট করেন, “টুম্পা আর আমাদের মধ্যে নেই।” এই পরিস্থিতিতে সারমেয় দত্তক নেওয়ার জন্য শ্রীলেখার সঙ্গে ডেটে গিয়েছিলেন, তাকে খুন করেছেন শশাঙ্ক ভাবসর। ফেসবুক ভিডিওয় এমন অভিযোগ করলেন দময়ন্তী সেন। তারপরই ক্ষোভে ফেটে পড়লেন শ্রীলেখা মিত্র।

দময়ন্তীর অভিযোগ, তিনি মাঝে মাঝে ছোট সারমেয়টির খোঁজ নিতেন। শশাঙ্ক নিজে থেকে কোনও আপডেট দিতেন না। সোমবার দুপুরেও শশাঙ্ক দময়ন্তীকে জানিয়েছিলেন, টুম্পা ভালো আছে। শশাঙ্ককে টুম্পার নতুন ভিডিও পাঠাতে বলেছিলেন দময়ন্তী। কিন্তু রাতেই শশাঙ্ক তাঁকে জানান, দুর্ঘটনায় টুম্পার মৃত্যু হয়েছে। ছোট্ট একটি সারমেয় ঘরে থাকলে কীভাবে তার দুর্ঘটনায় মৃত্যু হতে পারে? প্রশ্ন তোলেন দময়ন্তী।

আরও পড়ুন-আন্দোলনের নামে বিশৃঙ্খলা: বিকাশভবনের সামনে দুর্ভাগ্যজনক ঘটনা, গেলেন শিক্ষামন্ত্রী

বর্তমানে দেশের বাইরে রয়েছেন শ্রীলেখা মিত্র। সেখান থেকেই দময়ন্তীর ভিডিও দেখেন অভিনেত্রী। এরপর কমেন্টবক্সে লেখেন, “আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। কেন যে ওই বদমাশটাকে দিলাম। শশাঙ্ক ভাবসর তুমি না রেড ভলান্টিয়ার? আমার থেকে যে কুকুরের বাচ্চাকে নিলে তার হদিশ দাও। এত বড় সাহস তোমার? বাচ্চাকে রাখতে না পারলে নিয়েছিলে কেন?” ফেসবুক ভিডিও বার্তা দিতে গিয়ে কেঁদে ফেলেন শ্রীলেখা।

পরে শশাঙ্ক ফের ফেসবুকে লেখেন, “আমার ভুল সত্যিই মেনে নিলাম মাথা পেতে।”

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version