Monday, August 25, 2025

কাবুল থেকে ভারতে ফেরা ৭৮ জনের মধ্যে ১৬ জনের দেহেই করোনার থাবা, উদ্বেগে কেন্দ্র

Date:

তালিবানদের হাত থেকে মুক্ত করতে আফগানিস্তান থেকে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবারও দেশে ফিরেছেন ৭৮ জন। চিন্তার বিষয় তাঁদের মধ্যে ১৬ জনের দেহেই করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। এনিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

করোনার তৃতীয় ঢেউ নিয়ে প্রহর গুণছে দেশবাসী। এরইমধ্যে তালিবানরা আফগানিস্তান দখলের পর আটক দেশবাসী সমেত বেশ কিছু আফগানদেরও দেশে ফিরিয়ে আনা হয়েছে। যাত্রীরা বিমানবন্দরে পৌঁছতেই করোনা পরীক্ষা করা হচ্ছে, দেওয়া হয়েছে পোলিও টিকাও। মঙ্গলবারই কেন্দ্রের তরফে জানানো হয়, এদিন  আফগানিস্তান ফেরত ৭৮ জনকেই কোয়ারেন্টাইনে রাখা হবে।কারণ দিল্লি বিমানবন্দরে পৌঁছতেই এঁদের করোনা টেস্ট করা হলে ১৬ যাত্রীর করোনা রিপোর্ট পজেটিভ আসে। জানা গিয়েছে, আক্রান্তরা সকলেই উপসর্গহীন।

আরও পড়ুন:পঞ্জশিরে সালেহ বাহিনীর প্রতিরোধ, নাকাল তালিবানের বহু জঙ্গির মৃত্যু

সরকারি সূত্রের খবর, আক্রান্তদের মধ্যে তিনজন গ্রন্থিও রয়েছেন।যারা শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহিব কাবুল থেকে দিল্লিতে ফিরিয়ে এনেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী নিজে সেই ধর্মগ্রন্থগুলি সংগ্রহ করতে যান।

উল্লেখ্য তালিবানরা কাবুল দখলের পর তাঁদের গ্রাস থেকে আটক দেশবাসীদের দেশে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই ৬২৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে ২২৮ জনই ভারতীয়। রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মী থেকে শুরু করে সাধারণ আফগান নাগরিকদেরও ঠাঁই দেওয়া হয়েছে। তবে এখনও সে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে হাজার খানেক ভারতীয়। তাঁদের দেশে ফিরিয়ে আনতে জোরকদমে কাজ চলছে।

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version