Monday, November 17, 2025

দুয়ারে সরকারে ব্যাপক সাড়া, ৮ দিনে ১ কোটি রেজিস্ট্রেশন

Date:

ব্যাপক সাড়া দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচিতে। গড়ল নতুন রেকর্ডও। গতবারের রেকর্ডকে ভেঙে এবার মাত্র ৯ দিনের মাথায় ১ কোটি পূর্ণ করল নাম নথিভুক্তির সংখ্যা। গত বছর এই কর্মসূচির প্রথম পর্বে ১৮ দিনে ১ কোটি নাম নথিভুক্ত হয়েছিল। এবার ৯ দিনে এই সংখ্যা ১ কোটি পূর্ন করল। এই তথ্যই প্রমাণ করে, দুয়ারে সরকার প্রকল্পে কতটা সাড়া মিলেছে। মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন সংখ্যা এক কোটি ছাপিয়ে যায় বলেই নবান্ন সূত্রে খবর।

 

দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্পকে ঠিকভাবে পরিচালনা করতে গত মাসে অ্যাপেক্স কমিটি গঠন করে রাজ্য সরকার। অ্যাপেক্স কমিটির নেতৃত্বে রাজ্যের মুখ্যসচিব। রাজ্য, জেলা ও কলকাতা স্তরে গঠন করা হয়েছে তিনটি টাস্কফোর্স। এই কমিটির অধীনেই কাজ করবে টাস্কফোর্সগুলি।

আরও পড়ুন- লালবাজারে সাইবার অ্যাটাক! গুজব ওড়ালেন মুরলীধর শর্মা

অ্যাপেক্স কমিটিতে রাখা হয় রাজ্য সরকারি সমস্ত দফতরের শীর্ষ আধিকারিকদের। সোমবার রাজ্যজুড়ে ২ হাজার ১৮৩ শিবিরে বিভিন্ন কাজে এসেছিলেন ১৭,২৪,১৩১ জন। গত ৮ দিনে সবচেয়ে বেশি ১২ লক্ষ ৮ হাজার ৮৬৫ উপভোক্তা এসেছেন দক্ষিণ ২৪ পরগনার শিবিরগুলিতে। এখনও পর্যন্ত সবচেয়ে কম উপস্থিতি কালিম্পঙে। সংখ্যাটা মাত্র ২২,৫২২। দক্ষিণ ২৪ পরগনার পরেই রয়েছে মুর্শিদাবাদ। যেখানে গত ৮ দিনে মোট ৯ লক্ষ ৬৯ হাজার ৫২৯ জন বিভিন্ন প্রকল্পে আবেদন করার জন্য এসেছেন। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। এই আট দিনে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য ভিড় করেছেন ৬ লক্ষ ৯২ হাজার ৮১৭ জন।

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version