Friday, August 22, 2025

শিলিগুড়ির পর্যটনে বিশেষ আকর্ষণ, বাঘের সংখ্যা বেড়ে হল ৭

Date:

Share post:

শিলিগুড়ির পর্যটনে বিশেষ আকর্ষণ। বাঘের সংখ্যা ২ থেকে বেড়ে হল ৭। মহানন্দা অভয়ারণ্যের বেঙ্গল সাফারিতে চার বছরে নতুন ৫ সদস্য এসেছে। বেঙ্গল সাফারিতে এই হারে বাঘের সংখ্যা বৃদ্ধি রীতিমতো নজির।

বেঙ্গল সাফারিতে বাঘ-সহ অন্যান্য প্রাণীদের মন ভালো রাখতে বদল করা হয় এনক্লোজার। নিয়মকরে এনক্লোজার পরিস্কার করা, তাদের খাওয়া-দাওয়া, চিকিত্সা-সহ মানসিক দিকটিও খেয়াল রাখা হয় বলে জানান বেঙ্গল সাফারির ডিরেক্টর বাদল দেবনাথ। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী নিজে বাঘের তিনটি শাবকের নাম রেখেছেন।’

আরও পড়ুন-যতক্ষণ সুপ্রিমকোর্টে মামলা, ততক্ষণ পেগাসাসে পদক্ষেপ নয়: জানাল রাজ্য

উল্লেখ্য, ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার গঠনের পর থেকে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এখানকার পর্যটনকে ঢেলে সাজাতে শুরু করেন মুখ্যমন্ত্রী। ২০১৪ সালে শিলিগুড়ির কাছে মহানন্দা অভয়ারণ্য জুড়ে তৈরি হয় বেঙ্গল সাফারি পার্ক। এই সাফারি পার্কে বিভিন্ন এনক্লোজারে করে রাখা হয়েছে হরিণ, ভাল্লুক, গন্ডার, চিতাবাঘ, বাঘ ছাড়াও বন বেড়াল ও বিভিন্ন প্রকারের ময়ূর সহ অন্যন্য পাখি। রয়েছে কুমির থেকে শুরু করে কচ্ছপও। পর্যটকেদের জন্য রয়েছে ইকো ফ্রেন্ডলি সফারি বাস। এই বাসে চেপেই পর্যটকদের জঙ্গল সাফারি করানো হয়। ২০১৬ সালে মুখ্যমন্ত্রী স্বয়ং বেঙ্গল সাফারির উদ্বোধন করেন। তারপর থেকে এখানে একে এক আনা হয়েছে বিভিন্ন পশু-পাখি। উদ্বোধনের প্রায় বছর খানেক পর দুটি বাঘ ও চিতাবাঘ আনা হয়। এরপর বেঙ্গল সাফারিতে কর্মচারীদের যত্নে বেড়েছে বাঘের সংখ্যা। এখন এখানে ছোটো বড় মিলিয়ে ৭ টি বাঘ ও চারটি চিতাবাঘ রয়েছে, যার মধ্যে একটি সাদা বাঘও আছে। বেঙ্গল সাফারিতে প্রতিদিন পর্যটক ও স্থানীয় লোকেদের ঢল নামে। এমনকি সকাল সকাল না পৌঁছালে সেখানে সাফারির টিকিট পাওয়া মুশ্কিল হয়ে যায়।

শহর লাগোয়া একটি সুন্দর পর্যটন স্থল হওয়ায় স্থানীয় লোকেদের জন্যও এটি একটি বিশেষ আকর্ষনের কেন্দ্র। কিন্তু করোনায় গ্রাস করেছে মানুষের আনন্দের সব মুহূর্তগুলো। যদিও করোনা সংক্রমণ কমায় রাজ্য সরকার কোবিড বিধি পালনের সঙ্গে একে একে তুলে নিচ্ছে বিধি নিষেধ। এবার বেঙ্গল সাফারি খোলার আশায় দিন গুণছেন পর্যটকেরা।

advt 19

 

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...