Thursday, August 28, 2025

আফগানিস্তান থেকে ইউক্রেনের বিমান অপহরণের অভিযোগ। জানা গিয়েছে, কয়েকজন সশস্ত্র অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এই বিমানটি অপহরণ করেছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, কাবুল থেকে বিমানটিকে জোর করে ইরানের দিকে নিয়ে যাওয়া হয়েছে। ইউক্রেনের সহকারি বিদেশমন্ত্রী ইয়েভজেনি ইয়েনিন এই অপহরণের কথা স্বীকার করে নিয়েছেন।

চলতি অশান্ত পরিস্থিতির কারণে আফগানিস্থানে আটকে রয়েছেন ইউক্রেনের বেশ কিছু নাগরিক। আটকে থাকা নাগরিকদের উদ্ধার করতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান এসেছিল কাবুলে। ইউক্রেনের বাসিন্দাদের নিয়ে সেই বিমান ফিরে যাওয়ার আগেই অপহৃত হয়েছে। জানা গিয়েছে, কয়েকজন সশস্ত্র অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এই বিমানটি অপহরণ করেছে। সংবাদ সমস্ত তাস জানিয়েছে, আফগানিস্থানে আটকে থাকা ইউক্রেনের নাগরিকদের উদ্ধার করতে রবিবার রাতে ইউক্রেনের ওই বিমানটি কাবুলে নেমেছিল। ওই সময়ই বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটে। সোমবার সকালে বিমানটিকে জোর করে ইরানের উড়িয়ে নিয়ে যাওয়া হয়। এই অপহরণের পিছনে কে বা কারা রয়েছে তা এখনো স্পষ্ট নয়। ইয়েভজেনি আরও জানিয়েছেন, বিমানটি কার্যত চুরি করা হয়েছে। বিমানের ভিতরে যারা ছিলেন তাঁরা কেউই ইউক্রেনের নাগরিক নন। বিমানটি অপহৃত হওয়ায় কাবুলে আটকে পড়া ইউক্রেনের বাসিন্দাদের উদ্ধার করা সম্ভব হয়নি। কারণ বিমানটি কাবুল বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই অপহৃত হয়। এই নিয়ে তিনবার ইউক্রেন নাগরিকদের উদ্ধারের চেষ্টা ব্যর্থ হল। এর আগে দু’বার অবশ্য উদ্ধারকাজ ব্যাহত হয় অন্য কারণে। ইউক্রেনের সহকারি বিদেশমন্ত্রী জানিয়েছেন, এর আগে দু’বার তাঁদের বিমান কাবুল বিমানবন্দরে নামলেও ইউক্রেনের নাগরিকরা বিমানবন্দরের ভিতরে প্রবেশের সুযোগই পাননি। সে কারণেই দীর্ঘসময় অপেক্ষার পর বিমান ফিরে আসতে বাধ্য হয়।

আরও পড়ুন- সরকারি কর্মীদের বদলি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান: আশ্বাস পার্থর

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version