Friday, November 14, 2025

মালদহে বাম শিবিরে ভাঙন, কৃষ্ণেন্দুর হাত ধরে তৃণমূলে প্রাক্তন উপপ্রধান-সহ প্রায় হাজার সিপিআইএম কর্মী

Date:

বিধানসভা ভোটে শুধু শূন্য নয়, জনসমর্থন হারাচ্ছে একসময় রাজ্যে ক্ষমতায় থাকা বামেরা। সাট্টারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা এলাকার দোর্দণ্ডপ্রতাপ সিপিআইএম (Cpim) নেতা মোকবেল মিঞা (Mokabel Mia) প্রায় এক হাজার দলীয় কর্মী-সমর্থক নিয়ে তৃণমূলে (Tmc) যোগ দেন। বৃহস্পতিবার দুপুরে মালদহ (Maldah) শহরের কালীতলার দলীয় কার্যালয়ে ওঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (Krisnendu Natayan Chowdhury)। এদিনের এই যোগদান কর্মসূচিতে তৃণমূলের পুরাতন মালদহ শহর কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্য-সহ বেশ কিছু দলীয় নেতা-কর্মীও উপস্থিত ছিলেন।

 

কৃষ্ণেন্দু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সাট্টারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান-সহ প্রায় এক হাজার সিপিআইএম কর্মী-সমর্থক। তাঁদেরকে আমরা সম্মানের সঙ্গে দলে স্বাগত জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে মোকবেল বলেন, উন্নয়নের জোয়ার শুরু হয়েছে। তাই আমরা তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছি। এতদিন সিপিআইএমে থেকে মর্যাদাটুকু পাইনি। এবার এই দলের একজন সৈনিক হিসেবে মানুষের জন্য কাজ করতে চাই।

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version