Friday, January 16, 2026

দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি থেকে বাদ মহাশ্বেতা দেবীর ছোটগল্প ‘’দ্রৌপদী’’

Date:

Share post:

ভিনরাজ্যে পাঠ্যসূচি থেকে বাঙালি লেখক, সাহিত্যিক, কবিদের সৃষ্ট সাহিত্যকর্ম বাদ দেওয়ার কাজ অব্যাহত। এবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) ইংরেজি বিএ (সাম্মানিক) কোর্স থেকে বাদ দেওয়া হল প্রয়াত মহাশ্বেতা দেবীর (Mahasweta Devi) জনপ্রিয় ছোটগল্প ‘’দ্রৌপদী’’ (Droupodi)। যেখানে এক সাঁওতালি মহিলার জীবন নিয়ে এই ছোটগল্প লেখেন মহাশ্বেতা দেবী। চার দশক ধরে সাহিত্যপ্রেমী মানুষের চিন্তার খোরাক জুগিয়েছে এই ক্লাসিক ছোটগল্প। কিন্তু সেটাই এবার বাদ পাঠ্যসূচি থেকে!
প্রসঙ্গত, পাঠ্য সিলেবাস নিয়ে বৈঠকে বসেছিল দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল। ১২ ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষে পঞ্চম সিমেস্টারের সিলেবাস থেকে মহাশ্বেতা দেবীর গল্পটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাকাডেমিক কাউন্সিলের অন্যতম সদস্য মিঠুরাজ দুসিয়া জানিয়েছেন, শুধু মহাশ্বেতা দেবীর লেখাই নয়, দলিত লেখক বামা এবং সুকীর্তারিনির লেখাও পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি মেনে চলা এবং চার বছরের স্নাতক কোর্স চালুরও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়।
তবে এই সিদ্ধান্তের সঙ্গে সহমত হননি অধিকাংশ সদস্য। তাঁরা সিদ্ধান্ত নিয়ে অনিয়মের অভিযোগ করেছেন। এক সদস্য জানিয়েছেন, কোনওরকম আলোচনা না করেই একতরফা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাকাডেমিক কাউন্সিলের ওই সদস্য বলেন, “ভোটাভুটি করতে দেওয়া হয়নি। কেবল ডিসেন্ট নোট চাওয়া হয়েছিল। এটা নিয়মের পরিপন্থী।’’ তিনি আরও জানিয়েছেন, অ্যাকাডেমিক কাউন্সিলেরর অন্তত ১৪ জন সদস্য মহাশ্বেতা দেবীর লেখা বাদ দেওয়া নিয়ে ডিসেন্ট নোট জমা দেন। এরপরেও মহাশ্বেতা দেবীর লেখা বাদ দেওয়া হল কেন সেটাই তাঁরা বুঝতে পারছেন না। খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, বাঙালি বিদ্বেষ থেকেই কী তাহলেও এমন সিদ্ধান্ত?
উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগে উত্তরপ্রদেশের দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে আগেই বাদ দেওয়া হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোটগল্প ‘দ্য হোম কামিং’ (ছুটি)। সেখানে পাঠ্যসূচিতে জায়গা পেয়েছেন রামদেব।

advt 19

spot_img

Related articles

সাতদিনেই কাজ: অভিষেকের প্রতিশ্রুতি মতো শালতোড়ায় পাথর খাদান খোলার প্রক্রিয়া শুরু

প্রতিশ্রুতি দিয়েছিলেন ১৮টি পাথর খাদান খোলার জন্য মুখ্যমন্ত্রী থেকে দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। দ্রুত সেগুলি খুলে ২৫...

প্রধানমন্ত্রী আসছেন: তার আগেই বিজেপির বাংলা বিরোধিতার প্রতিবাদে সরব হবে সিঙ্গুর

যে মাটিতে দাঁড়িয়ে নির্বাচনের আগে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই মাটিকে বিজেপির অত্যাচারি শাসকদল...

হিরণকে নিইনি, ২ বিজেপি বিধায়ক আসতে চায়: জনতার দাবিকে প্রাধান্য দিয়ে কী জানালেন অভিষেক

“হিরণ আমার অফিসে এসেছিল। তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিল। নিইনি। মেদিনীপুরের দুই বিজেপি (BJP) বিধায়ক তৃণমূলে আসতে চায়!...

উত্তর থেকেই দক্ষিণের পরিবহনে নয়া পদক্ষেপ, সিএনজি সরকারি বাসের উদ্ধোধন মমতার

শুক্রবার থেকে উত্তরবঙ্গ সফর শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee)। শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিল্যানাস করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ...