Monday, August 25, 2025

শহরে উদ্ধার হল পরমাণু বোমা তৈরির অন্যতম উপকরণ ক্যালিফোর্নিয়াম! বুধবার সন্ধেয় কলকাতা বিমানবন্দরের (Airport) কাছ থেকে আড়াইশো গ্রামেরও বেশি ধাতব পদার্থ-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি (Cid)। ধাতব পদার্থটি তেজস্ক্রিয় মৌল ‘ক্যালিফোর্নিয়াম’ বলে প্রাথমিক তদন্তে হনুমান। পর্যায় সারণীতে যার পরিচয় সিএফ। এর একটি আইসোটোপ ক্যালিফোর্নিয়াম-২৫২ (সিএফ-২৫২) পরমাণু বোমা তৈরিতে ব্যবহার করা হয়।

রাজ্য পুলিস সূত্রে খবর, আন্তর্জাতিক বাজারে এর এক গ্রামের দাম প্রায় ১৭০ কোটি টাকা। ধৃতদের কাছ থেকে মোট চারটি ধাতব টুকরো উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ‘ক্যালিফোর্নিয়াম’ ছাড়াও, আরেকটি তেজস্ক্রিয় পদার্থ ‘ইরিডিয়াম’ও রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের। এবিষয়ে নিশ্চিত হতে ধাতব টুকরোগুলিকে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে পাঠানো হয়েছে। ধৃতদের নাম শৈলেন কর্মকার (Sailen Karmokar) এবং অসিত ঘোষ (Ashit Ghosh)। তাঁরা হুগলির (Hoogli) সিঙ্গুর এবং পোলবার বাসিন্দা।

আরও পড়ুন:কোভিড মোকাবিলায় উদ্বেগ বাড়াচ্ছে কেরল, সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা

রাজ্য পুলিস সূত্রে খবর, জেরার মুখে ধৃত দু’জনে স্বীকার করেছেন যে, কর্ণাটক থেকে এই ধাতব পদার্থগুলি নিয়ে এসেছিলেন তাঁরা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে সেখানকার এক বাসিন্দার সঙ্গে তাঁদের পরিচয় হয়। সেই ব্যক্তিই এগুলি অভিযুক্তদের হাতে তুলে দেন। মোট ২৫০.৫ গ্রাম ওজনের চারটি টুকরোয় ‘ক্যালিফোর্নিয়াম’ এবং ‘ইরিডিয়াম’ রয়েছে বলেই তাঁদের জানানো হয়েছিল। ওই ব্যক্তি আরও বলেছিলেন, বাজারে এর দাম কয়েক কোটি টাকা। তাই খরিদ্দারের খোঁজে ছিলেন দু’জন। এরপর পিছনে কোনো নাশকতার ষড়যন্ত্র ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version