কোভিড মোকাবিলায় উদ্বেগ বাড়াচ্ছে কেরল, সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা

প্রতীকী ছবি

তৃতীয় ঢেউয়ের শেষ পর্যায়ে থাকলেও করোনা নিয়ে ক্রমশ কেন্দ্রের উদ্বেগ বাড়াচ্ছে কেরল। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়ে ৩১ শতাংশ হয়েছে। কেরল সরকারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কেরলে ৩১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। ‘ওনাম’-এর জন্য আগামী কয়েকদিনে সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করছে চিকিৎসকেরা। এই কারণে রাজ্য সরকারের তরফে আগামী এক মাস কোভিড পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন:অক্টোবরেই ১৮ অনূর্ধ্বদের টিকাদান পর্ব শুরু হয়ে যাবে

করোনার দ্বিতীয় ঢেউ দেশের প্রায় সব রাজ্যগুলিতে নিয়ন্ত্রণ করা গেলেও কেরলে এখনও রাশ টানা সম্ভবপর হয়নি। তারই মধ্যে লকডাউন শিথিল করায় সংক্রমণ বেড়েছে বই কমেনি। এমনকি কেরল সরকারের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গিয়েছে করোনা সংক্রমণে মহারাষ্ট্রকেও পিছনে ফেলে দিয়েছে কেরল। রাজ্য সরকারের প্রকাশিত হিসেব অনুাযায়ী, গত ২৪ ঘণ্টায় কেরলে ৩১ হাজার ৪৪৫ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২১৫ জনের।রাজ্য সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এর্নাকুলাম জেলায় গত ২৪ ঘণ্টায় চার হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এ ছাড়া, ওই সময়ের মধ্যে তিনটি জেলায় সংক্রমণ সাড়ে তিন হাজারের উপরে। অন্য তিন জেলায় আক্রান্তের সংখ্যা দু’হাজারের বেশি। সংক্রমণ এক হাজার ছাড়িয়েছে পাঁচটি জেলায়।

advt 19

Previous articleপুত্র সন্তানের মা হলেন নুসরত
Next articleশহরে উদ্ধার পরমাণু বোমা তৈরির উপকরণ! গ্রেফতার ২