Monday, August 25, 2025

সেপ্টেম্বরেই হোক উপনির্বাচন, করোনা তথ্যসহ কমিশনে জোরালো দাবি তৃণমূলের

Date:

করোনা পরিস্থিতি(covid situation) বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। রাজ্যের পাঁচটি কেন্দ্রে উপ-নির্বাচন ও দুটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন(election) করানোর এটাই উপযুক্ত সময়। করোনা পরিস্থিতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট সঙ্গে নিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের(election commission) দপ্তরে গিয়ে এমনটাই দাবি জানাল তৃণমূলের(TMC) প্রতিনিধিদল। এদিন নির্বাচন কমিশনের সদর দপ্তরে উপস্থিত হয়ে সৌগত রায়, মহুয়া মৈত্র সহ তৃণমূলের প্রতিনিধিদল রাজ্যের ৭ টি কেন্দ্রের সংক্রমণের বিস্তারিত রিপোর্ট জমা দেন।

এদিন মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা হয় তৃণমূলের প্রতিনিধিদের। এরপর সাংবাদিক বৈঠক করে সৌগত রায় বলেন, “কমিশনের কাজ নির্বাচন করা। সেটাকে আটকে রাখা নয়। ওঁরাও চাইছে ভোট করাতে।” পাশাপাশি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, নির্বাচন কমিশনও রাজ্যে সময়মতো উপনির্বাচন করাতে চায়। কমিশন জানিয়েছে, তাঁদের কাজ ভোট আটকে রাখা নয়, বরং ভোটের আয়োজন করা। তবে কমিশনের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, সাত আসনের নির্বাচন একসঙ্গে না হয়ে, হতে পারে দুটি আলাদা আলাদা দফায়। এদিন তৃণমূলের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, জহর সরকার, সাজদা আহমেদ এবং মহুয়া মৈত্র।

আরও পড়ুন:কোভিড বিধি শিথিল হতেই বঙ্গে ‘বিয়ের ফুল’: মাত্র ৬ সপ্তাহে রেজিস্ট্রি বিয়ে ৩৬ হাজার

যদিও বুধবারই বিজেপি তরফে জানিয়ে দেওয়া হয়েছে, উপনির্বাচন এখন কোনোভাবেই উচিত হবে না। এ প্রসঙ্গে তৃণমূলের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, “বাংলায় পরাজিত হওয়ার পর বিজেপির মাথা খারাপ হয়ে গিয়েছে। রাজ্যের এখন করোনা পরিস্থিতি ঠিক কী, তার বিশদ রিপোর্ট আমরা কমিশনের কাছে জমা দিয়েছি।” পাশাপাশি সরাসরি তোপ দেগে সৌগত রায় বলেন, “বিজেপি জানে নির্বাচন হলে সবকটি আসনে হেরে যাবে তাই হারের জ্বালা মেটাতে ভোট আটকাতে চাইছে।”

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version