Thursday, August 28, 2025

ত্রিপুরার বিজেপি সহ-সভাপতির সঙ্গে তৃণমূল সাংসদের সাক্ষাতে জোর জল্পনা! ভাঙছে গেরুয়া শিবির?

Date:

একুশের বাংলায় অভূতপূর্ব ফলাফলের পর এবার তৃণমূলের (TMC) পাখির চোখ তেইশের ত্রিপুরা (Tripura)। মাসখানেক ধরে পড়শি রাজ্যে দলের সংগঠন বাড়াতে কার্যত কোমর বেঁধে নেমেছে পড়েছে ঘাসফুল শিবির। নিয়ম করে বাংলা থেকে ত্রিপুরায় পাঠানো হচ্ছে দলের নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদদের। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee) পর্যন্ত দু’বার ত্রিপুরা ঘুরে এসেছেন।

হঠাৎ করে ত্রিপুরায় তৃণমূলের ঝাঁজ এতটাই বেড়েছে যে, সিপিএম, কংগ্রেস এমনকী বিজেপি ছেড়েও অনেকে তৃণমূলে যোগ দিচ্ছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) নিজে সম্প্রতি জানিয়েছেন, ত্রিপুরার পাঁচ বারের বিধায়ক তথা প্রাক্তন অধ্যক্ষ (Ex Speaker) জিতেন সরকার (Jiten Sarkar) যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে৷

এরই মাঝে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের (Santanu Sen) সঙ্গে ত্রিপুরা বিজেপির সহ-সভাপতির সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। ত্রিপুরা বিজেপির সহ-সভাপতি অশোক দেববর্মার (Ashok Devbarma) সঙ্গে এক আলোচনায় দেখা গিয়েছে তৃণমূল সাংসদকে। খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে এবার পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে অশোক দেববর্মা? যদিও শান্তনু সেন ও অশোক দেববর্মা বিষয়টিকে নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু তাতে জল্পনা থামার নয়, দল ভাঙনের আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবিরও।

আরও পড়ুন:বিমানবন্দরে হামলা চালাতে পারে আইসিস জঙ্গিরা, নয়া আতঙ্ক আফগানিস্তানে

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version