Saturday, January 10, 2026

ঠিক দুপুর ১২টা বেজে ১২মিনিট, “দেশ বাঁচাবে মমতা” ভিডিও প্রকাশ তৃণমূল ছাত্র পরিষদের

Date:

Share post:

করোনা আবহে গত বছরের মতো এবারও ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠান ভার্চুয়াল হবে। মূল বক্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রিয় কর্মসূচি। তিনি নিজেও ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে রাজনীতির মূল স্রোতে পা রেখেছিলেন। দেশ ও রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবার তৃণমূল সুপ্রিমোর তাঁর প্রিয় ছাত্র-যুবদের জন্য ভার্চুয়ালি বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

২৮ অগাস্টকে সামনে রেখে প্রতিটি জেলায় জেলায় প্রচার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। এবার মূলত প্রতিষ্ঠা দিবসে ডিজিটাল প্লাটফর্মকে হাতিয়ার করছে তৃণমূল ছাত্র নেতৃত্ব। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে বৃহস্পতিবার ঠিক দুপুর ১২টা বেজে ১২মিনিটে ”দেশ বাঁচাবে মমতা” ভিডিও প্রকাশ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। যেখানে গান গেয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য পূরব চক্রবর্তী। কিন্তু কেন এমন সময়কে বেছে নেওয়া হলো? সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ব্যাখ্যা দিয়ে বলেন, “কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার দেশকে বারোটা বাজিয়ে দিয়ে বিপথে চালনা করছে। আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদ তার বিরুদ্ধে গর্জে উঠতে প্রস্তুত। তাই মোদি সরকারের ১২টা বাজাবে ছাত্র সমাজ। তারই প্রতীকী হিসেবে এই সময় আমরা বেছে নিয়েছি দেশ বাঁচাবে মমতা ভিডিও প্রকাশের মধ্য দিয়ে।”

এছাড়াও এবারের ২৮ অগাস্টের জন্যে জেলায় জেলায় গান বেঁধেছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। প্রতিটি জেলার সিগনেচার টিউন হিসাবে যা ব্যবহার হচ্ছে। ভার্চুয়ালি এবারের কর্মসূচীকে ট্রেন্ডিং করতে চায় জোড়া ফুল শিবির।

আরও পড়ুন- নজির! নৌকা নিয়ে হাজির ‘দুয়ারে সরকার’

অন্যদিকে, ২৮ অগাস্টের অনুষ্ঠান নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছেন দলের সমস্ত তারকা বিধায়করা-সাংসদরা। রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, লাভলি মৈত্র, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, নুসরত জাহানের মতো তারকারা ইতিমধ্যেই দলীয় কর্মসূচীতে তাদের বক্তব্য জানিয়েছেন।

advt 19

 

spot_img

Related articles

৩১ মার্চের মধ্যে খাদানের কাজ শুরু, ২৫ হাজার কর্মসংস্থান: আশ্বাস অভিষেকের, ডিজি মাইনিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাঁকুড়া জেলার পাথর খাদান এলাকায় দাঁড়িয়ে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

মোদি রাজ্যে অমিতাভকে হেনস্থা! ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে 

নরেন্দ্র মোদি - অমিত শাহের গুজরাটে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (indian...

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...