ভ্যাকসিন নিলে মাতৃদুগ্ধে বাড়ে অ্যান্টিবডি, গবেষণায় দাবি বিজ্ঞানিদের

সদ্য মায়েদের করোনা ভ্যাকসিন(covid vaccine) নেওয়ার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছিল আগেই। এবার সাম্প্রতিক গবেষণায় প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর রিপোর্ট। দাবি করা হচ্ছে মায়ের করোনার ভ্যাকসিন নেওয়া থাকলে তার সুবিধা পাবে সন্তানরা। মাতৃদুগ্ধে(breast milk) বাড়বে অ্যান্টিবডি(antibody)। অর্থাৎ করোনা প্রতিরোধের ক্ষমতা বাড়বে সন্তানদের। সম্প্রতি মার্কিন জার্নাল ব্রেস্টফিডিং মেডিসিনে প্রকাশিত হয়েছে এই গবেষণা মূলক প্রতিবেদন।

আরও পড়ুন:কেজরিওয়ালের সঙ্গে সোনু সুদের একান্ত বৈঠক , দিল্লির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা গবেষক দলের সদস্য জোসেফ লার্কিন বলেন, ‘সমীক্ষায় দেখা গিয়েছে, করোনা ভ্যাকসিন নেওয়ার ফলে মাতৃদুগ্ধে উল্লেখযোগ্য পরিমাণে অ্যান্টিবডি বাড়ছে। যা শিশুদের মধ্যেও সঞ্চারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’ যার অর্থ করোনা ভ্যাকসিন এর মাধ্যমে মা ও শিশু উভয়ই সুস্থ থাকবেন। জানা গেছে ২০২০ সালের ডিসেম্বর মাস থেকেই ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত চালানো হয়েছিল এই সমীক্ষা। এই সময় কালে এই প্রথম আমেরিকাতে স্বাস্থ্যকর্মীদের ফাইজার ও মডার্নার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। প্রকাশিত গবেষণায় দাবি করা হয়েছে মাতৃদুগ্ধ প্রাকৃতিকভাবেই বহুগুণসমৃদ্ধ। ভ্যাকসিন তাতে যোগ করছে আরও কয়েকটি বিশেষ গুণ। গবেষকদের তরফে স্পষ্ট দাবি করা হয়েছে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর রক্ত ও মাতৃদুগ্ধে অ্যান্টিবডির সংখ্যা দ্রুত হারে বাড়ার প্রমাণ পাওয়া গিয়েছে।

advt 19