Sunday, August 24, 2025

একুশের নির্বাচনের আগে রাজনীতির ময়দান কাঁপিয়েছে ‘খেলা হবে’ স্লোগান। ভোট ময়দান ‘খেলা হবে’ স্লোগানে উত্তাল হওয়ার পর এবার দুর্গাপুজো মাতাতে আসছে ওই ‘খেলা হবে’। তবে পুজোর আসরে এটি আর স্লোগান নয়, বদলে গিয়েছে থিম-এ।

মুখ্যমন্ত্রীর পাড়ার পুজো অর্থাৎ ভবানীপুর দুর্গোৎসব সমিতির দুর্গোপুজোর মণ্ডপের থিম এবার ‘খেলা হবে’। পুজোকর্তারা জানিয়ে দিয়েছেন, ‘খেলা হবে’ থিমের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। খেলা-ই এখানে মূল কথা। পুজো উদ্যোক্তাদের ব্যাখ্যা, খেলার আবহে দেবী দুর্গার পুজো হলে কেমন হত? এই ভাবনাকেই ভিত্তি করে এবার ভবানীপুর দুর্গোৎসব সমিতির থিম ‘খেলা হবে।’

আরও পড়ুন- বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার বহিষ্কৃত মহিলা মোর্চার সভানেত্রী যোগ দিলেন তৃণমূলে

সবুজ মাঠে খেলার পটভূমিতে আবির্ভূতা হবেন দেবী। একচালার প্রতিমা। মা আসবেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলের খেলোয়াড়দের কাঁধে চেপে। সামনে থাকবেন পাহারাদাররা। খেলার পরিবেশ ফুটিয়ে তুলতে ওই পাহারাদারের মধ্যেই বর্শা হাতে থাকবেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া। মণ্ডপ জুড়ে থাকবে বিভিন্ন খেলার সরঞ্জাম। থাকবে প্রায় বিলুপ্ত হওয়া বিভিন্ন খেলা। পুজো কমিটির এক কর্তা বলেছেন, “করোনা পরিস্থিতিতে শিশুরা এখন ঘরবন্দি। তাদের কাছে খেলা মানে এখন মোবাইল গেম। কিন্তু খেলার অর্থ মাঠে নেমে খেলা। এই ভাবনা থেকেই আমাদের এই থিম৷’’ তিনি বলেছেন, “এবার ১৬ অগাস্ট ‘খেলা হবে দিবস’ পালনের সময় ঠিক করলাম পুজোতেও ‘খেলা হবে’ বিষয়টি ব্যবহার করব। পুজোয় অনেক চমক অপেক্ষা করছে।” ভবানীপুরের এই পুজোর থিমশিল্পী সৌমেন ঘোষ প্রতিমা গড়ছেন। কাজ চলছে তাঁর ডুমুরজলার ওয়ার্কশপে৷ শিল্পীর কথা, “আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মনেপ্রাণে খেলা ভালবাসেন। তাঁর জন্যই আজ ইস্টবেঙ্গল আইএসএল খেলতে পারছে। খেলার প্রতি তাঁর ভালবাসাকে মানুষের সামনে তুলে ধরতেই এই প্রচেষ্টা।’’

 

Related articles

ষোলেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...
Exit mobile version