Saturday, August 23, 2025

দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে আগামী সপ্তাহে আমেরিকা যাচ্ছেন বিদেশ সচিব

Date:

আগামী সপ্তাহে ভারত-মার্কিন(India America) দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন যাচ্ছেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা(Harshvardhan Singla)। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই তথ্য প্রকাশ্যে এনেছেন বিদেশ মন্ত্রকের(foreign ministry) মুখপাত্র অরিন্দম বাগচী(Arindam Bagchi)। শুধু তাই নয় এই সফরে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন হর্ষবর্ধন শ্রিংলা। সেখানে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন তিনি। উল্লেখ্য, বর্তমানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে ভারত। এদিকে বিদেশ সচিবের আমেরিকা সফরে আফগানিস্তান ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

শুক্রবার আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরানোর বিষয়ে এক সাংবাদিক বৈঠক করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি বলেন, যে সকল ভারতীয় আফগানিস্তান থেকে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন তাদের বেশিরভাগকেই ইতিমধ্যে ফেরানো হয়েছে। এখনো কিছু মানুষ এখানে আটকে রয়েছেন। আফগানিস্তান থেকে শেষ যে বিমান ভারতে এসেছে তাদের ৪০ জন ছিলেন। আমাদের কাছে খবর রয়েছে বিমানবন্দরে পৌঁছতে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের। কিছু আফগান হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষ গত ২৫ আগস্ট বিমানবন্দরে পৌঁছতে পারেননি। যদিও এখনো পর্যন্ত কাবুল থেকে ছটি আলাদা আলাদা বিমানে ৫৫৯ জনের বেশী মানুষকে ভারতে আনা হয়েছে তাদের মধ্যে ২৬০ জনের বেশি ভারতীয়। এর পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠকে হর্ষবর্ধন শ্রিংলা আমেরিকা সফরের বিষয়টি প্রকাশ্যে আনেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার বেঞ্জামিন মেন্ডি

এদিকে আফগানিস্তানের এই উত্তাল পরিস্থিতির মাঝেই ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বৈঠক স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছেন। ভারতীয় আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে সে খবর আগেই জানানো হয়েছিল সরকারের তরফে। যদিও আফগানিস্তান নিয়ে এখনো কোনো নীতি ভারত সরকার নেয়নি। এই পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অনুমান করা হচ্ছে আফগানিস্তান ইস্যুতে আলোচনা হতে পারে এই দ্বিপাক্ষিক বৈঠক। যদিও এ বিষয়ে সরকারিভাবে এখনও স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version