Monday, May 19, 2025

পোস্তা উড়ালপুল ভাঙ্গার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হল, যান নিয়ন্ত্রণ হবে বেশকিছু রাস্তায়

Date:

শুরু হলো পোস্তা উড়ালপুল ( posta flyover) ভাঙার দ্বিতীয় পর্যায়ের কাজ ।কলকাতা পুরসভা (kolkata corporation) সূত্রে জানানো হয়েছে উড়ালপুল ভাঙার কাজ চলাকালীন বন্ধ রাখা হবে বিবেকানন্দ রোডের একাংশ। ভাঙার কাজ শেষ না হওয়া পর্যন্ত গণেশ টকিজ থেকে গিরিশ পার্কগামী রাস্তাতেও যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে। এছাড়াও সংশ্লিষ্ট আরো কয়েকটি রাস্তা দিয়ে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। কলকাতা ট্রাফিক পুলিশ নোটিশ জারি করে কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। জানানো হয়েছে যতদিন পোস্তা উড়ালপুল ভাঙার কাজ চলবে ততদিন কয়েকটি রাস্তা দিয়ে

ঘুরপথে গাড়ি চালানো হবে। কিছু ক্ষেত্রে রুট বদলে অন্য পথে চালানো গাড়ি চালানো হবে । এমজি রোডে বন্ধ থাকবে ট্রাম চলাচল। এছাড়া, বি কে পাল অ্যাভিনিউ থেকে রবীন্দ্র সরণি পর্যন্ত নিমতলা ঘাট স্ট্রিটে একমুখী যান চলাচল করবে। প্রায় দেড়মাস ধরে চলবে পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার দ্বিতীয় পর্যায়ের কাজ।

এর আগে গত জুন মাসে শুরু হয় প্রথম পর্যায়ের উড়ালপুল ভাঙ্গার কাজ। তখনো টানা বেশ কিছুদিন ধরে বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। তবে এই ফ্লাইওভার ভাঙ্গার কাজে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি। যাতে ভাঙার কম্পন যতসম্ভব কম হয়। তার ফলে উড়ালপুল এর কাছাকাছি থাকা বহুতল বাড়ি দোকানে গুলি কম ক্ষতিগ্রস্ত হয়। উড়ালপুলের যে অংশ ভাঙ্গা হচ্ছে থর তা সঙ্গে সঙ্গে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে যাতে পথচারীদের কোনও অসুবিধে না হয় । প্রথম পর্যায়ের ভাঙ্গার সময়ও বেশকিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল।

 

Related articles

প্রতিনিধি দলে কে, একক সিদ্ধান্ত বিজেপি নিতে পারে না: দলের অবস্থান স্পষ্ট অভিষেকের

পাকিস্তান বিরোধী প্রতিটি পদক্ষেপে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন্দ্রের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।...

ব্যারাকপুর, শেওড়াফুলি! জ্যোতির ভ্লগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

ট্রাভেল ব্লগারের নামে দেশের সেনার গোপণ তথ্য ফাঁস পাকিস্তানের গুপ্তচরদের কাছে। দেখলে মনেই হবে না কোনও তথ্য ফাঁস...

টিটাগড়ের বহুতলের ফাঁকা ঘরে বিস্ফোরণ! ঘটনাস্থলে পুলিশ

ফাঁকা বহুতলের ঘরে বিস্ফোরণে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ে। বিস্ফোরণে ঘরের দেওয়ালের অংশ ভেঙে পাশের বাড়ির চালে গিয়ে...

পাকিস্তানের অপারেশন! অজ্ঞাত আততায়ীদের হাতে খুন লস্কর নেতা সইফুল্লাহ

একদিকে যখন পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে অপারেশন সিন্দুর (Operation Sindur) চালিয়ে চলেছে ভারত, তখনই পাকিস্তান থেকে এলো...
Exit mobile version