Sunday, August 24, 2025

পড়ুয়াদের জন্য বড় ঘোষণা, ৫০০-কে CMO-তে ইন্টার্নশিপের সুযোগ: মুখ্যমন্ত্রী

Date:

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রতি বছর ৫০০ জন পড়ুয়াকে CMO অর্থাৎ মুখ্যমন্ত্রীর দফতরে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া হবে। ফিল্ডওয়ার্কের জন্য তাদের কাজ করাবে সরকার। কাজের অভিজ্ঞতার পর তাদের শংসাপত্রও দেওয়া হবে। ছাত্র রাজনীতি থেকেই তাঁর উত্থান। তাই পড়ুয়াদের আরও বেশি সুযোগ করে দেওয়ায় তিনি বরাবরই আগ্রহী। শনিবার, ভার্চুয়াল সভা থেকে এই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বলেন, ”আমি ঠিক করেছি, প্রতি বছর CMO তে আমি ৫০০ জন করে ছাত্রছাত্রীকে ইন্টার্ন নেব। ডেভেলপমেন্টের কাজের জন্য তাদের ফিল্ডে পাঠানো হবে। তারপর তাদের কাজের অভিজ্ঞতার জন্য একটা সার্টিফিকেটও (Certificate) দেব। যাতে পরবর্তী চাকরিজীবনে তাদের সুবিধা হয়।”

এই সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে কী কী উন্নতি হয়েছে, তারও খতিয়ান দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে দশগুণ বরাদ্দ বেড়েছে তৃণমূল সরকারের আমলে। শিক্ষাক্ষেত্রে প্রতিটি স্তরে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এ রাজ্যে। জানান, উচ্চশিক্ষায় ইউজিসি (Ugc) স্কলারশিপ বন্ধ করে দিলেও রাজ্যে তা দিচ্ছে।

দলীয় কাজে মেয়েদের এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে পঞ্চায়েত থেকে-সহ বিভিন্ন ক্ষেত্রে ৩৩% সংরক্ষণ রয়েছে মেয়েদের জন্য। ঘর-সংসার সামলানোর পাশাপাশি মেয়েরা দেশ গঠনের কাজে এগিয়ে আসুক।

‘দুয়ারে সরকার’ শিবিরগুলিতে ফর্ম ফিলাপের জন্য ‘কন্যাশ্রী’দের কাজে লাগানো হয়েছে বলে জানান মমতা। তিনি অভিযোগ করেন, “বিজেপি (Bjp) মেয়েদের সম্মান করতে যায় চায় না, সেইজন্য বলে কন্যাশ্রী চাই না, লক্ষ্মীর ভাণ্ডার চাই না”।

মুখ্যমন্ত্রী জানান, শিক্ষা-স্বাস্থ্য ক্ষেত্রে এগিয়েছে বাংলা। ভোটের ফলের চার মাসের মধ্যে প্রতিশ্রুতি পালন হয়েছে। তৃণমূল সরকারে আসার পরে রাজ্যে ৩০টি বিশ্ববিদ্যালয় হয়েছে। মেয়েরা কন্যাশ্রী স্কলারশিপ পাচ্ছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ৪০ বছর পর্যন্ত উচ্চশিক্ষার জন্য ঋণ পাওয়া যাবে। রাজ্যে আরো চারটি আইটি হাব হচ্ছে। বানতলা লেদার কমপ্লেক্সে ৫ লক্ষের কর্মসংস্থান হচ্ছে। রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে সরকার। ৬৮ টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে।  মমতা প্রশ্ন তোলেন, “কোনও এক জায়গায় দেখাতে পারবেন, যেখানে বিনামূল্যে স্কুলব্যাগ-জুতো সব দেওয়া হয়?” তরুণের স্বপ্ন নামে 9লক্ষ ছাত্র-ছাত্রীকে ১০০০০ টাকা করে ট্যাব অথবা স্মার্ট ফোন কেনার জন্য দেওয়া হচ্ছে। আরও কুড়ি লক্ষ সাইকেল বিলি করা হবে।

মমতা বলেন, “আমি চাই তৃণমূল ছাত্রপরিষদ সর্বভারতীয় ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা নেবে”। সম্প্রতি তৃণমূলে সাংগঠনিক স্তরে বেশকিছু রদবদল করা হয়েছে। এ প্রসঙ্গে নেত্রী জানান, “‘এক ব্যক্তি, এক পদ’ সৃষ্টি করা হয়েছে অনেক লোককে সুযোগ দেওয়ার জন্য, এই নিয়ে কেউ কিছু ভাববেন না”।

করোনা পরিস্থিতি দেখে পুজোর পরে স্কুল-কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন ফের সেকথা বলেন তিনি।

আরও পড়ুন:তৃণমূল ছাত্রদের উজ্জ্বলতায় আজ বড় ফ্যাকাসে কংগ্রেসের ছাত্র সংগঠনের অনুষ্ঠান

 

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version