টোকিও প‍্যারালিম্পিক্সে ফাইনালে ভাবিনাবেন প‍্যাটেল

টোকিও প‍্যারালিম্পিক্সে( Tokyo Paralympics) ফাইনালে উঠলেন ভাবিনাবেন প‍্যাটেল( Bhavinaben Patel)। এদিন ক্লাস ৪ টেবিল টেনিসে সেমিফাইনালে তিনি হারালেন চিনের মিয়াও জ‍াংকে। ম‍্যাচের ফলাফল ৭-১১, ১১-৭, ১১-৪, ৯-১১, ১১-৮ ।

ইতিহাস গড়লেন ভাবিনাবেন প‍্যাটেল। টোকিও প‍্যারালিম্পিক্সে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করলেন তিনি। ম‍্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখান ভাবিনাবেন। সেমিফাইনালে এই ম‍্যাচটি জিততে ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় সময় নিলেন মাত্র ৩৪ মিনিট। প‍াঁচ সেটের এই লড়াইয়ে শেষ হাসি হাসেন ভাবিনাবেন। রবিবার ফাইনালে ভাবিনাবেনের সামনে বিশ্বের এক নম্বর চিনের ইং ঝৌ।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস