ফের দেশে সক্রিয় রোগীর সংখ্যা সাড়ে ৩ লক্ষ পার, বাড়ল মৃত্যুও

দেশের দৈনিক সংক্রমণ ফের ৪৬ হাজার ছাড়াল।দক্ষিণের রাজ্য কেরলের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। দেশের সংক্রমণের সিংভাগই হয়েছে কেরলে। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮০১ জন। সংক্রমণ বৃদ্ধির জেরে শনিবার দেশে সক্রিয় রোগীর সংখ্যা ফের সাড়ে ৩ লক্ষ ছাড়িয়ে গেল। কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে কেন্দ্রের । এই মুহূর্তে কর্ণাটকে সক্রিয় রোগীর সংখ্যা ১৯ হাজার ৩২৬, তামিলনাড়ুতে ১৮ হাজার ৬৯, অন্ধ্রপ্রদেশে ১৪ হাজার ৪৪৮ জন।

আরও পড়ুন:তালিবান ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায়! কারণ কী?
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৫৯ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় দু’হাজার বেশি। গোটা অতিমারী পর্বে এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৬ লক্ষ ৪৯ হাজার ৯৪৭।সংক্রমণের পাশাপাশি গত চারদিন ধরে সক্রিয় রোগী বাড়ার সংখ্যা অব্যাহতই রয়েছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে প্রায় ১৪ হাজার ৮৭৬ জন। এই বৃদ্ধির জেরে শনিবার দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৫৯ হাজার ৭৭৫ জন।

advt 19

Previous articleতালিবান ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায়! কারণ কী?
Next article৮ দফা দাবিতে ত্রিপুরায় বিশাল মিছিল তৃণমূলের, নেতৃত্বে কুণাল-শান্তনু