Friday, August 22, 2025

পুলিশের পদক্ষেপে প্রতিবাদ কৃষকদের : হরিয়ানাজুড়ে একাধিক রাস্তা অবরোধ, ব্যাহত যান চলাচল

Date:

পুলিশের পদক্ষেপে প্রতিবাদ কৃষকদের। হরিয়ানাজুড়ে একাধিক রাস্তা অবরোধ। যান চলাচল ব্যাহত। কৃষকদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে, বেশ কয়েকজন কৃষক নেতা শনিবার হরিয়ানার একাধিক রাস্তা অবরোধ করেন।

কৃষক নেতারা কর্ণাল জেলার অন্যান্য কৃষকদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের প্রতিবাদ করেন। উল্লেখযোগ্যভাবে, আন্দোলনটি দিল্লি-অমৃতসর জাতীয় সড়কের কুরুক্ষেত্রে যান চলাচলকে প্রভাবিত করেছে। এবং শম্ভু টোল প্লাজায় আম্বালার দিকে জ্যাম সৃষ্টি করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিজ্যুয়ালগুলিতে দেখা গিয়েছে কৃষকরা রাস্তার ওপর খাটিয়া পেতে বসে আছেন। এবং রাস্তা দাঁড়িয়ে রয়েছে গাড়ি, বাস এবং ট্রাকগুলি। অন্তত তিন কিলোমিটার জ্যাম।

অন্যান্য বেশ কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে রাজপথে পুলিশ বাহিনী পৌঁছেছে। শনিবার, কৃষক নেতারা কর্ণালে কৃষকদের উপর পুলিশ কর্তৃক লাঠিচার্জের প্রতিবাদ করে। রাজ্য বিজেপি প্রধান ওপি ধনকড়ের কনভয়কে থামানোর চেষ্টা করার পরে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ আনে।

আরও পড়ুন-রাজনৈতিকভাবে না পেরে এজেন্সি লাগানো হচ্ছে, এত প্রতিহিংসার রাজনীতি দেখিনি: মমতা

সূত্র অনুযায়ী, ধনকড় কর্ণালে বিজেপির সমস্ত নেতা এবং নির্বাচিত প্রতিনিধিদের রাজ্য-স্তরের বৈঠকে যাচ্ছিলেন। যখন তার বাসতারা টোল প্লাজা (কর্ণাল ও পানিপথের মাঝামাঝি) থেকে গাড়িটি বেরিয়ে আসছিল, তখন কৃষকরা লাঠি দিয়ে গাড়িতে আঘাত করেছিল বলে অভিযোগ।

পুলিশের পদক্ষেপের প্রতিবাদ করে, সম্মিলিত কিষাণ মোর্চা পুলিশকে তাদের “বর্বর” কর্মের জন্য নিন্দা জানায় এবং রাজ্যজুড়ে কৃষকদের আজকের পর এক সংঘবদ্ধ বিক্ষোভের জন্য জড়ো হওয়ার আহ্বান জানায়।

 

Related articles

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...
Exit mobile version