Tuesday, August 26, 2025

রাজনৈতিকভাবে না পেরে এজেন্সি লাগানো হচ্ছে, এত প্রতিহিংসার রাজনীতি দেখিনি: মমতা

Date:

রাজনৈতিকভাবে না পারলে এজেন্সিকে লাগিয়ে দেওয়া হচ্ছে। এত প্রতিহিংসামূলক রাজনীতি আগে দেখিনি। TMCP র প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়ালে সভায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। ভাষণে বারবার বিজেপির (BJP) বিরুদ্ধে সমালোচনায় সরব হন তিনি। তিনি বলেন, “দিল্লি আমাদের সঙ্গে না পারলে এজেন্সি লাগিয়ে দেয়। রাজনীতিতে এঁটে উঠতে না পারলে, এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে”। এর বিরুদ্ধে তৃণমূল নেত্রীর বার্তা- “জোট বাধো-তৈরি হও। বিজেপির সামনে মাথা নোয়াবে না। খেলা হবে, জিততে হবে, জয়ী হবে”।

ক্ষুব্ধ মমতা বলেন, “পারলে রাজনৈতিকভাবে লড়াই লড়ো। একটা ইডি দেখালে, আমিও বস্তা ভরে তথ্য দেব। কিছু না হলে আমরাও আদালতে যাব। এত প্রতিহিংসামূলক রাজনীতি আমি আগে দেখিনি”। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, কয়লা কেন্দ্রের বিষয়, রাজ্যের নয়। বিধানসভা নির্বাচনের আগে বাংলায় ভোট প্রচারে এসে আসানসোলে কেন্দ্রীয় মন্ত্রীরা কয়লা মাফিয়াদের হোটেলে উঠেছেন বলে অভিযোগ করেন মমতা। “অমিত শাহ (Amit Shah) এটা চলতে পারে না”।

তৃণমূল নেত্রীর অভিযোগ, বিজেপি কোনও কাজ জানে না, শুধু মিথ্যের পরে মিথ্যে বলে। ভোটের আগে নন্দীগ্রামে তাঁকে খুনের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেন মমতা। সরকারি সম্পত্তি বিক্রি ও লিজের বিষয়েও সরব হন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেন, “গোটা দেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে। দেশের পবিত্র মাটি কখনও বিক্রি হয়?” স্টেশনে প্ল্যাকার্ড দিন, লিখুন রেল বিজেপির জায়গা নয়- বার্তা দেন তৃণমূল নেত্রীর।

পিএম কেয়ার্সে কী করে টাকা আসে? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রীর। কটাক্ষ করে তিনি বলেন, সংসদ ভবন বানানোর টাকা আছে, অথচ ভ্যাকসিনের টাকা নেই। “কেন ভারতীয়দের আফগানিস্তান থেকে ফেরানো সুনিশ্চিত করা হয়নি”।

“বিজেপির একটি দানবীয় সরকার চলছে। এদের সরাতে হবে।” মমতা বলেন, পশ্চিমবঙ্গে খেলা চলছে, ত্রিপুরাতেও খেলা হবে, দিল্লিতেও খেলা হবে। “জোট বাধো-তৈরি হও, বিজেপির সামনে মাথা নোয়াবেন না। খেলা হবে, জিততে হবে, জয়ী হবেন”।

আরও পড়ুন:পড়ুয়াদের জন্য বড় ঘোষণা, ৫০০-কে CMO-তে ইন্টার্নশিপের সুযোগ: মুখ্যমন্ত্রী

 

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version