Saturday, May 3, 2025

সবুজের গা ঘেঁষে যাত্রা শুরু করল ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন

Date:

প্রকৃতিপ্রেমীদের কথা মাথায় রেখে আজ থেকে যাত্রা শুরু হল ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, পাহাড়ি রাস্তায় ছুটবে এই ট্রেন। রাস্তার দু’ধারে ঘন সবুজ জঙ্গল সঙ্গে পাহাড়ের মনোমুগ্ধ দৃশ্য দেখার জন্য বিশেষ এই ট্রেনের কামরায় মাথার ওপর ভারী কাঁচ দিয়ে ঘেরা হয়েছে। আজ জনসাধারণের জন্য এই এনজেপি থেকে ওই ভিস্তা ডোম ট্রেনটির সূচনা করেন কেন্দ্রীয় অনগ্রসর সম্প্রদায় কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী জন বার্লা।

আরও পড়ুন:বাংলাদেশে উড়ালপুলের ওপর দিয়ে প্রথমবারের মতো চলল স্বপ্নের মেট্রো রেল

শীতাতপ নিয়ন্ত্রিত এই ভিস্তাডোম ট্রেনটিতে মোট ৪৪টি আসন রয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সূত্রের খবর, এনজিপি থেকে আলিপুরদুয়ার, সপ্তাহে দুটি ট্রেন চলাচল করবে। শুক্র, শনি, রবি, সকাল ৭টা ২০-তে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেবে একটি ট্রেন। এই তিনদিনই দুপুর ২টোয় এনজিপির উদ্দেশ্যে ছাড়বে অপর ট্রেন।

অন্যদিকে আজই অসমেও শুরু হওয়ার কথা ভিস্তাডোম স্পেশ্যাল ট্যুরিস্ট ট্রেন পরিষেবার। বৃহস্পতিবার উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জানিয়েছে,  শনিবার থেকে অসমের গুয়াহাটি থেকে নিউ হাফলং এবং পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন অবধি দুটি জনপ্রিয় রুটে ভিস্তাডোম পর্যটক স্পেশাল ট্রেন চালু হবে।য়াহাটি স্টেশন থেকে নিউ হাফলং রেলওয়ে স্টেশনে যাবে। ট্রেন ছুটবে সবুজে ঢাকা মনোরম ডিমা হাসাও জেলার মধ্য দিয়ে। এটি দেশের তৃতীয় ভিস্তাডোম ট্রেন। ভিস্তাডোমে উঠে প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে গেলে এনজেপি-আলিপুরদুয়ার রুটে ওই কোচে ভাড়া পড়বে ৭৭০ টাকা।

Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...
Exit mobile version