Saturday, November 8, 2025

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইদা’, নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আর্জি আবহাওয়াবিদদের

Date:

Share post:

১৬ বছর আগে আছড়ে পড়েছিল হারিকেন। তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।  ফের সেই একই অঞ্চল, আমেরিকার গালফ উপকূলের দিকে এগোচ্ছে হারিকেন ইদা।আমেরিকার নিউ অরলিয়ানে এই হারিকেন আছড়ে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। প্রবল এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আর্জি জানানো হয়েছে। ইতিমধ্যেই নিউ অরলিয়ান ছেড়ে গেছেন অনেকেই। বাকিরাও অন্যত্র আশ্রয় নিচ্ছেন।

আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টারের তরফ থেকে সতর্কবার্তায় বলা হয়েছে, ‘উপকূলে আছড়ে পড়ার সময় ইদা এক ভয়ঙ্কর হারিকেনের আকার নিতে পারে।’ রবিবার বিকেলে ১৪০ মাইল প্রতি ঘণ্টা বেগে উপকূলে সেই ঝড় আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে।লুইসিনার গভর্নর জন বেল এডওয়ার্ডস জানিয়েছেন, ১৮৫০ সালের পর থেকে সম্ভবত এমন ভয়ঙ্কর ঝড় আগে আছড়ে পড়েনি। ঝড়ের গতিবেগ যে ক্রমশ চরমে পৌঁছচ্ছে সেই সতর্কবার্তা দিয়েছেন তিনি।প্রশাসনের তরফে জানানো হয়েছে, হারিকেন ইদা নিয়ে যাতে আগে থেকে সকলে সতর্ক থাকেন।তারা এও জানিয়েছেন, যে কোনও সময় বিদ্যুৎ যংযোগ বিচ্ছিন্ন হতে পারে।

ইতিমধ্যেই মার্কিন প্রসিডেন্ট, জো বাইডেন জানিয়েছেন,ওই অঞ্চলে শতাধিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। যথেষ্ট পরিমান খাবার, জল ও বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতিও নিয়েছে আমেরিকা। এলাকার মানুষকে যাতে আশ্রয় দেওয়া যায়, তার জন্য ত্রান শিবির তৈরি করা হচ্ছে। সেই সঙ্গে কোভিড বিধি নিয়েও সতর্ক করা হয়েছে। ত্রাণ শিবিরে মাস্ক পরার বিষয়ে বিধিনিষেধ । নদীর জলস্তর ১৫ ফুট পর্যন্ত পৌঁছতে পারে বলেও সতর্ক করা হয়েছে। লুসিয়ানায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

advt 19

spot_img

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...