Sunday, November 16, 2025

ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর উপরে হামলার চেষ্টা! আহত ৬ তৃণমূল কর্মী, গ্রেফতার ১৩

Date:

ব্যারাকপুরে (Barrackpur) ফের সন্ত্রাস। এলাকার তৃণমূল বিধায়ক (TMC MLA) তথা টলিউডের (Tollywood) শীর্ষ পরিচালক (Director) রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) উপরে হামলার চেষ্টা। নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় রাজ অল্পের জন্য রক্ষা পেলেও গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। তৃণমূলের দলীয় বৈঠক চলাকালীন এই হামলার ঘটনা। অভিযোগের তির এলাকার তৃণমূল বিরোধী বাহুবলী নেতার মদতপুষ্ট দুষ্কৃতীদের দিকে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, আজ রবিবার ব্যারাকপুর স্টেশন সংলগ্ন হনুমান মন্দিরের পাশে একটি জায়গায় দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। সেখানে হাজির ছিলেন পুরপ্রশাসক উত্তম দাস-সহ এলাকার স্থানীয় তৃণমূল নেতারা। তখনই আচমকা প্রায় ৩০ জন সশস্ত্র দুষ্কৃতী তৃণমূলের বৈঠকের উপর হামলা চালায়।

তৃণমূলের অভিযোগ বিধায়ক রাজ চক্রবর্তীকেউ টার্গেট করেছিল দুষ্কৃতীরা। কিন্তু তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকার পুলিশ কর্মীদের তৎপরতায় রক্ষা পান রাজ। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ তৃণমূল কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম বলে জানা যাচ্ছে। আহদের ইতিমধ্যেই কলকাতায় এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ (Titaghar PS)। হামলায় জড়িত থাকার অভিযোগে এখনই পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন- “এটা ত্রিপুরা না আফগানিস্তান?” আহত মুজিবরের সঙ্গে সাক্ষাতের পর তোপ সুজাতা-জয়ার

 

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version